ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৯:০৭ পিএম
ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

জাপানের রাজধানী টোকিওতে চলছে অলিম্পিক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে খেলছে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির মতো দলগুলো। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনার।


এবারের প্রতিযোগিতায় চারটি গ্রুপে ভাগ হয়ে ১৬টি দল অংশ নিয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল খেলছে ‘ডি’ গ্রুপে। অন্যদিকে, আর্জেন্টিনা খেলছে ‘সি’ গ্রুপে। নিয়ম অনুযায়ী ‘ডি’ গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার আপ দলের বিপক্ষে। তাই, ব্রাজিল ‘ডি’ গ্রুপের শীর্ষে আর আর্জেন্টিনা ‘সি’ গ্রুপের রানারআপ হলে কোয়ার্টার ফাইনালেই দেখা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার।

টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটি ড্র নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষেই রয়েছে ব্রাজিল। সেলেসাওরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। তাই ধরে নেওয়া যায়, শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে ব্রাজিল।

অন্যদিকে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তারা শেষ ম্যাচটি খেলবে স্পেনের বিপক্ষে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা কঠিন আর্জেন্টিনার জন্য। কোয়ার্টারে খেললে গ্রুপের দ্বিতীয় দল হিসেবেই খেলার সম্ভাবনা বেশি আর্জেন্টিনার। তাই অলিম্পিকের কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখার সম্ভাবণা তৈরি হয়েছে আবার।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ