ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া স্কোয়াডে যারা রয়েছেন


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০২:২৪ পিএম আপডেট: জুলাই ২৬, ২০২১, ০৮:২৪ এএম
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া স্কোয়াডে যারা রয়েছেন

চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ শুরুর সময়। জানা গেছে, দিবারাত্রির পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। 

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশেষ প্রয়োজনে দুই বোর্ড আলোচনা করে ম্যাচ শুরুর সময় পরিবর্তন করতেও পারে, এমনটাও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। 

৩ থেকে ৯ আগস্টের মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ম্যাচগুলি দিবারাত্রির হবে তা আগে জানিয়েছিল বিসিবি। তবে ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিবির মধ্যে। অবশেষে সেটাও চূড়ান্ত হলো। 

২০১৭ সালে অস্ট্রেলিয়া শেষবার বাংলাদেশ এসেছিল। সেবার দুই টেস্ট খেলেছিল স্টিভেন স্মিথের দল। এবার শুধুমাত্র টি-টোয়েন্টি খেলবেন তারা। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।  

২৯ জুলাই বাংলাদেশে আসছে অজিরা। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের। ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবেন ওয়েড-স্টার্করা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার। শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গেছেন অ্যারণ ফিঞ্চ। 


বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল

অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ