ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক ওভারে তিনটি হ্যাটট্রিক চান রশিদ খান!


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:১৯ পিএম
এক ওভারে তিনটি হ্যাটট্রিক চান রশিদ খান!

এক ওভারে টানা ১০ বল করে তিনটি হ্যাটট্রিক পেতে চান আফগান লেগস্পিনার রশিদ খান।সে সুযোগের অপেক্ষায়ও আছেন তিনি।

অমন হাটট্রিক তো দুঃসাধ্য, তবে এক ওভারে টানা ১০ বল করার সুযোগ পাবেন কোথায়?

সে সুযোগ তৈরি করে দিয়েছে ইংল্যান্ডের আলোচিত এই ১০০ বলের খেলা ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট।

৬ বলের ওভারের প্রচলিত নিয়মকে ভেঙে বোলারদের সামনে নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে ‘দ্য হান্ড্রেড’।

ক্রিকেটের প্রচলিত ওভারে হবে না এ টুর্নামেন্ট। যেখানে ৫ বলের একেকটি সেটে বল করানো হবে বোলারদের দিয়ে। অর্থাৎ একজন বোলার সর্বোচ্চ ২০ বল করতে পারবেন।

সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো— অধিনায়ক যদি চান তো কোনো বোলারকে দিয়ে টানা ১০ বল করাতে পারবেন।

শনিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে টানা ১০ বল করতে দেখা গেছে কিউই ফাস্ট বোলার অ্যাডাম মিল্নকে।

আফগান স্পিনার মোহাম্মদ নবিও টানা ১০ বল করেছেন।

এখন নবির আরেক সতীর্থ ও আফগান তারকা স্পিনার রশিদ খানও চাচ্ছেন টানা ১০ বল করার চ্যালেঞ্জ নিতে। নতুন এই অভিজ্ঞতার স্বাদ নিতে।

নতুন এই চ্যালেঞ্জে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় বলে জানালেন রশিদ খান।

আফগান লেগস্পিনার বলেন, 'টানা ১০ বল করতে আমি দারুণ রোমাঞ্চিত। এটি একটি সুযোগ।'

কী সেই সুযোগ তা জানলে প্রথমে কিংকতর্ব্যবিমূঢ় হবেন যে কেউ?

রশিদের ভাষ্যে— টানা ১০ বল করার মানে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার সুযোগ। তিনটি হ্যাটট্রিক করার সুযোগ! অবশ্য টানা ১০ ছক্কাও হতে পারে কিংবা ১০ বলে ৫০ রানও হজম করতে পারি।

এ কথা বলেই হেসে ফেলেন আফগানিস্তানের অধিনায়ক। এর পর বলেন, এটা আসলে নির্ভর করবে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতির ওপর। তবে কোনো ব্যাটসম্যান যদি কোনো বোলারকে খেলতে ভুগতে থাকে, তখন অবশ্যই প্রতিপক্ষ অধিনায়ক চাইবেন ওই বোলারকে টানা ১০ বল করিয়ে চাপ ধরে রাখতে।

১০ উইকেট না পেলেও টানা ১০ বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলতে পারবেন রশিদ খান, তা বিশ্বাস করেন অনেকে।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ