ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে ভারতের বিশ্বরেকর্ড


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০১:৫৩ পিএম আপডেট: জুলাই ২১, ২০২১, ০৭:৫৩ এএম
শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে ভারতের বিশ্বরেকর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন ভারতের ডানহাতি পেসার দীপক চাহার। যার সুবাদে বিশ্বরেকর্ড গড়েছে ভারত।

প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দারুণ লড়াই করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। একপর্যায়ে মনে হচ্ছিল, লঙ্কানরাই জিতবে ম্যাচটি। কিন্তু অষ্টম উইকেট জুটিতে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেললেও, শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়ে ৬৯ রানে অপরাজিত ছিলেন চাহার।

এ জয়ের সুবাদে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এখন ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে তারা জিতেছে ৯৩টি ওয়ানডে ম্যাচ। এতদিন ধরে এই রেকর্ড ছিল যৌথভাবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২টি ওয়ানডে জিতেছে অসিরা। আর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ও সমান ৯২ ম্যাচে।

শ্রীলঙ্কার করা ২৭৫ রানের জবাবে মাত্র ৬৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রাথমিক চাপ সামাল দিয়ে মাত্র ৪৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। মানিশ পান্ডের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৭ রান। কিন্তু হতাশ করেন হার্দিক পান্ডিয়া (০)।

পরে দীপক চাহারকে চেষ্টা চালান ক্রুনাল পান্ডিয়া। কিন্তু দলীয় ১৯৩ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন ৫৪ বলে ৩৫ রান করে। এরপর বাকি গল্পটা চাহার ও ভুবনেশ্বরের। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই আসে রেকর্ডগড়া জয়। ঠিক ৮৪ বলে ৮৪ রান আসে এই জুটিতে।

দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় ৭ চার ও ১ ছয়ের মারে ৬৯ রানে অপরাজিত ছিলেন চাহারা। ভুবনেশ্বরের সংগ্রহ ছিল ২৮ বলে ১৯ রান। শ্রীলঙ্কার পক্ষে ভানিন্দু হাসারাঙ্গা ১০ ওভারে ৩৭ রান খরচায় নেন ৩ উইকেট। যা দলকে জেতানোর জন্য যথেষ্ঠ হয়নি।

এর আগে ওপেনার আভিশকা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কার ফিফটির সুবাদে ২৭৫ রান করে শ্রীলঙ্কা। আভিশকা ৭১ বলে ৫০ ও আসালাঙ্কা খেলেন ৬৮ বলে ৬৫ রানের ইনিংস। এর বাইরে মিনোদ ভানুকা ৪২ বলে ৩৬ ও ধনঞ্জয় ডি সিলভা করেন ৪৫ বলে ৩২ রান।

ভারতের পক্ষে বল হাতে তিনটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ইয়ুজভেন্দ্র চাহাল। ব্যাট হাতে ৬৯ রান করার আগে বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন দীপক চাহার।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ