ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ, আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১২:১৬ এএম
বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ, আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে বাছাইপর্বের বাধা। যেখানে আটটি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে কে থাকছে বাংলাদেশের গ্রুপে। রাউন্ড-১ পর্বের ‘এ’  গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘এ’ গ্রুপের ফেবারিট শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ সহজ গ্রুপেই পড়েছে।

দুই গ্রুপের খেলা শেষে সেরা চার দল টিকিট পাবে সুপার টুয়েলভে খেলার। যেখানে এক নম্বর গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর প্রতি বিশ্বকাপের মতো এবারও আরেকটি ভারত-পাকিস্তান লড়াই নিশ্চিত হয়েছে। দুই নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে আছে ভারত, পাকিস্তান। ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বরে ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে আইসিসি এখনো বাছাইপর্ব ও মূল পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি।

করোনার কারণে এবারের বিশ্বকাপ মরুর দুই দেশে হলেও মূল আয়োজক হিসেবে থাকছে ভারত। নানা ঘটনার পর বিসিসিআই ও আইসিসি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হয়। গ্রুপ ঘোষণা করার মাধ্যমে বিশ্বকাপ মাঠে গড়ানোর পথে পা রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ যেন সে জন্যই স্বস্তির নিশ্বাস ফেলছেন, ‘গ্রুপ ঘোষণার মাধ্যমে বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেল। দুটি গ্রুপকে আলাদা করা খুবই কঠিন। ছোট সংস্করণে প্রতিটি দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চমকের জন্য পরিচিত। সবাইকেই সে জন্য প্রস্তুত থাকতে হবে। আমি নিশ্চিত বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাব।’
এবারের বিশ্বকাপ দিয়ে আয়োজক হিসেবে ওমান দৃশ্যপটে আসতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী মনে করেন, এতে ওমান ও আশপাশের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে। তিনি বলেছেন, ‘ওমানের বিশ্ব ক্রিকেটে উঠে আসা ভালো খবর। এতে তরুণ ক্রিকেটারদের খেলার প্রতি আগ্রহ বাড়বে।’

করোনা মহামারিতে অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে যাচ্ছে আইসিসির প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এ ব্যাপারে বলেছেন, ‘আমরা বিশ্বকাপের কোন গ্রুপে কে আছে, এই ঘোষণা করতে পেরে খুশি। প্রতিটি গ্রুপে দারুণ কিছু প্রতিযোগিতা দেখা যাবে। আশা করি, বিশ্বকাপের এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের ভক্তদের মধ্যে উন্মাদনা জোগাবে। মহামারির মধ্যে এটিই হতে যাচ্ছে আমাদের প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট।’
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ