ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের ১৭ সদস্যের অলিম্পিক স্কোয়াডে আলভেস-ম্যালকমসহ রয়েছেন যারা


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:৩৭ পিএম
ব্রাজিলের ১৭ সদস্যের অলিম্পিক স্কোয়াডে আলভেস-ম্যালকমসহ রয়েছেন যারা

অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ১৭ জুনই তাদের মূল স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল। কিন্তু কয়েকটি ক্লাব খেলোয়াড় ছাড়তে রাজি না হওয়ায় (অলিম্পিক ফিফার টুর্নামেন্ট নয় বলে এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো বাধ্য নয়) দলে বদল এনে আবার ২ জুলাই চূড়ান্ত দল ঘোষণা করে ব্রাজিল। এর মধ্যে বার্সেলোনার সাবেক ও বর্তমানে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের ফরোয়ার্ড ম্যালকমকে নিয়ে তো নাটক হলো!

মার্শেইয়ের গেরসন, জেনিতের ম্যালকম, ফ্লামেঙ্গোর পেদ্রো...এঁদের প্রথমে চূড়ান্ত দলে রাখলেও ক্লাবের আপত্তির কারণে ২ জুলাই ঘোষিত দলে রাখেনি ব্রাজিল। কিন্তু দগলাস অগুস্তো চোটে পড়ায় আবার ম্যালকমকে দলে ডাকা হয়েছে।

ম্যালকমকে ইউরোপের ফুটবল অনুসারী অনেকেই চেনেন, তবে এর চেয়েও পরিচিত একটি নাম ব্রাজিল দলে আছে। দানি আলভেজ! বার্সেলোনায় কিংবদন্তিতুল্য সাফল্য পাওয়া রাইটব্যাক জুভেন্টাস-পিএসজি ঘুরে ঘরে ফিরেছেন আরও বছর দুয়েক আগে, এই ৩৮ বছর বয়সেও সাও পাওলোর হয়ে দারুণ খেলছেন।

দলে ইউরোপে খেলা ফুটবলার আছেন ১১ জন। এর মধ্যে ম্যালকমের বাইরে ব্রাজিলের অলিম্পিক দলের কোচ আন্দ্রে জারদিন দলে ডেকেছেন কদিন আগে কোপা আমেরিকায় খেলা এভারটনের রিচার্লিসন। আছেন বায়ার লেভারকুসেনের পাউলিনিও, আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি, লিওঁর মিডফিল্ডার ব্রুনো গিমারেস, রিয়াল মাদ্রিদ থেকে এই মুহূর্তে বরুসিয়া ডর্টমুন্ডে ধারে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার রেইনিয়ের, হার্থা বার্লিনের মাতেউস কুনিয়া, সেভিয়ার ডিফেন্ডার দিয়েগো কার্লোস, অ্যাস্টন ভিলার মিডফিল্ডার দগলাস লুইজ, সিএসকেএ মস্কোর ব্রুনো ফুখস ও আয়াক্সের আন্তোনি।

ব্রাজিলের সিনিয়র দলে এরই মধ্যে একবার ডাক পাওয়া রাইটব্যাক গাব্রিয়েল মেনিনোও আছেন, যদিও এখনো জাতীয় দলে খেলা হয়নি তাঁর। আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েলেরও থাকার কথা ছিল, কিন্তু চোটে পড়ায় তাঁর বদলে নেওয়া হয়েছে ভাস্কো দা গামার রিকার্দো গ্রাকাকে।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ