ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘরের মাঠে জয়টা অবশ্য জরুরি ছিল বার্সার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২১, ১১:১৬ এএম আপডেট: মে ৯, ২০২১, ১১:২৯ এএম
ঘরের মাঠে জয়টা অবশ্য জরুরি ছিল বার্সার

শিরোপার ভাগ্যটা ইচ্ছা করেই যেন রিয়ালের দুয়ারে ঠেলে দিল বার্সেলোনা। শনিবার লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়টা অবশ্য জরুরি ছিল বার্সার।

সে লক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াইটাও চালালো জমজমাট। কিন্তু গোলের দেখা পেলেন না মেসি-গ্রিজম্যানরা। 

গোল পায়নি আতলেতিকো মাদ্রিদও। গোল শূন্য ড্র করল দুই দল।  ফলে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ভাগাভাগিতে লা লিগার শিরোপা ভাগ্য চলে গেল রিয়াল মাদ্রিদের হাতে।

শনিবারের ম্যাচে বন্ধু লুইস সুয়ারেজের বিপক্ষে নেমেছিলেন লিওনেল মেসি। জয় হয়নি কারো। 

প্রথমার্ধে বেশ ভালো কিছু সুযোগ তৈরি করেছিল অ্যাটলেটিকো। লুইস সুয়ারেজ এবং ইয়ানিক ক্যারাসো বেশ কয়েকবার বার্সার ডি-বক্সের বিপজ্জনক হয়ে উঠেছিলেন। কিন্তু বারবারই সমর্থকদের হতাশ করেছেন এ দুজন।

মার্ক আন্দ্রে টের স্টেগেনের এতো কাছাকাছি পৌঁছেও বল জালে জড়াতে পারেননি তারা। সাবেক দলের বিপক্ষে সেভাবে জ্বলে উঠতে পারেননি আটলেটিকো ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। একই ঘটনা ঘটেছে আটলেটিকোর পোস্টের সামনেও। 

বিশেষকরে দ্বিতীয়ার্ধে বার্সেলোনাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। মেসিকে দুবার গোল বঞ্চিত করেন আটলেটিকোর গোলকিপার ওবলাক। 

অবশ্য আটলেটিকোর জালে বল জড়িয়েছিলেন রোনাল্ড আরাউজো। ৬৯ মিনিটে বুদ্ধিদীপ্ত শটে আটলেটিকোর জালে বল প্রবেশ করান আরাউজো। কিন্তু উলএস মাতার আগেই রেফারি অফসাইডের বাঁশি দেন। গোল বাতিল হয়ে যায়।

এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শেষ হয় স্কোরশিটে নাম না তুলেই।

এই ড্রয়ের পর অবশ্য শীর্ষস্থান হারায়নি আটলেটিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট সুয়ারেজদের। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল ৭৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে। 

তবে আজ সেভিয়ার বিপক্ষে জিতলেই শীর্ষে উঠে যাবে রিয়াল। মুখোমুখি লড়াইয়ে আটলেটিকো ও বার্সার চেয়ে এগিয়ে থাকায় মৌসুম শেষে পয়েন্ট সমান হলেও চ্যাম্পিয়ন হবে রিয়াল। 

অর্থাৎ নিজেদের বাকি চার ম্যাচে জিতলে লিগ শিরোপা রিয়ালের দখলেই থাকবে।

ম্যাচ হাইলাইটস দেখুন -

গোনিউজ/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ