ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের লজ্জার হার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০৮:০৯ পিএম
জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের লজ্জার হার

আগে ব্যাট করতে নেমে নিজেদের সংগ্রহটাকে খুব বেশি বড় করতে পারেনি জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও তারা করেছিল ১১৮ রানে। কিন্তু ছোট লক্ষ্যে খেলতে নেমেই মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৯ রানে ম্যাচে জয় পায় স্বাগতিক জিম্বাবুয়ে। 

হারারে স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ১৯ রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। দলটির পক্ষে তিনেশে কামুনহুকম্বে ছাড়া কেউই তেমন বড় সংগ্রহ গড়তে পারেননি। সর্বোচ্চ ৪০ বলে ৩৪ রান আসে তার ব্যাট থেকে। 

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ১৮ রান আসে রেজিস চাকাভার ব্যাট থেকে। এছাড়া ১৪ বলে ১৬ রান করেন ওয়েসলি মাধেভের। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেট পান মোহাম্মদ হাসনাইন। 

জিম্বাবুয়েকে জবাব দিতে নেমে বাবর আজমের ব্যাটে ঠিক পথেই এগিয়ে যাচ্ছিলো পাকিস্তান। তবে তার ও দানিশ আজিজের বিদায়ের পরই ছন্দ হারায় পাকিস্তান। ৫ চারে ৪৫ বলে ৪১ রান করে বাবর ও ২৪ বলে ২২ রান করে আউট হয়ে যান বাবর।

এরপর ৭৮ থেকে ৯৯ রানের ভেতরে ছয় উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেছে পাকিস্তানের। জিম্বাবুয়ের পক্ষে দারুণ বল করেন লুক জংওয়ে। ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। 

গোনিউজ/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ