ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক ভারতীয়কে নিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০১:২২ পিএম আপডেট: জানুয়ারি ২৭, ২০২১, ০৭:২২ এএম
এক ভারতীয়কে নিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

ভারতের কাছে বোর্ডার-গাভাস্কার সিরিজ হারের পরের সিরিজেই এক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে দলে টেনেছে অস্ট্রেলিয়া। গুরিন্দর সান্ধু, স্টুয়ার্ট ক্লার্ক, ব্রান্সবি কুপারের পর চতুর্থ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হতে পারে তরুণ লেগ-স্পিনার তানভীর সাঙ্ঘার।

চলতি বিগব্যাশে সিডনি থান্ডারের হয়ে দারুণ সময় কাটছে ১৯ বছর বয়সী সাঙ্ঘার। অভিষেক মৌসুমেই ১৪ ম্যাচে শিকার করেছেন ২১ উইকেট। তরুণ বয়সেই এমন ধারাবাহিকতার ছাপ অস্ট্রেলিয়ান নির্বাচকদেরও নজর কেড়েছে, যারই ফল টি-টোয়েন্টি সিরিজের দলে তার ডাক পাওয়া। 

সিডনিতে ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান তানভীর প্রথমে নজরে আসেন অজি লেগ-স্পিনার ফাওয়াদ আহমেদের। তবে জুনিয়র ক্যারিয়ারটা শুরু করেছিলেন পেসার হিসেবে। কৈশোরে নিজের লেগ-স্পিনার সত্বার খোঁজ পান তিনি, ভূমিকা বদলে বনে যান পুরোদস্তুর স্পিনার। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ ক্রিকেট খেলার সুবাদে রাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের বয়সভিত্তিক ক্রিকেটেও ডাক পেতে থাকেন তিনি।

ক্লাব ক্রিকেটের পারফর্ম্যান্সই তাকে ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অজি দলে নিয়ে আসে তানভীরকে। সেখানে ছয় ম্যাচে ১৫ উইকেট বাগিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ উইকেট শিকারিদের একজন বনে যান তিনি।

এরপরই আসে বিগব্যাশে খেলার সুযোগ। সেখানেও তার ১৪ ম্যাচে ২১ উইকেট শিকার প্রথমবারের মতো পাইয়ে দিয়েছে তাকে অস্ট্রেলিয়া জাতীয় দলে আসার সুযোগ। ২২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ডানেডিন, অকল্যান্ড, ওয়েলিংটন ও মাউন্ট মঙ্গানুইয়ে আরও চারটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জ্যাসন বেরেনডর্ফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, তানভীর সাঙ্ঘা, ড’আর্সি শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথিউ ওয়েড, অ্যাডাম জাম্পা। 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ