ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ইতালিয়ান সুপারকাপ

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জুভেন্টাস


গো নিউজ২৪ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ১০:২৯ এএম
নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জুভেন্টাস

গত ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে পেনাল্টি শুট আউটে হারের শোধ তুললো জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে গতবারের ইতালিয়ান কাপ জয়ী নাপোলিকে ২-০ তে হারিয়ে বুধবার ইতালিয়ান সুপারকাপ ট্রফি পুনরুদ্ধার করলো সিরি আ চ্যাম্পিয়নরা। নবমবার এই শিরোপা জিতলো তারা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নাপোলি লিড নেওয়ার খুব কাছে ছিল। কিন্তু হার্ভিং লোজানোর বুলেট হেড চমৎকারভাবে রুখে দেন জুভ গোলরক্ষক উজচিয়েখ শেজনি।

বদলি নামা ফেডেরিকো বার্নার্ডেসচি দ্বিতীয়ার্ধের শুরুতে নাপোলির গোলমুখে হানা দেন। কিন্তু দাভিদ ওস্পিনা তাকে প্রতিহত করেন। অবশেষে এক ঘণ্টা পার করার পর জুভেন্টাস আকাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ৬৪তম মিনিটে বার্নার্ডেসচির কর্নার থেকে গোলমুখের সামনে অরক্ষিত দাঁড়িয়ে থাকা রোনালদো বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।

নাপোলি এরপর সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। জুভেন্টাসের বক্সে দ্রিয়েস মের্টেন্স ফাউল হলে পেনাল্টি পায় তারা। লরেঞ্জো ইনসিগনে শট নেন, কিন্তু গোলপোস্টের পাশ দিয়ে বল গেলে হতাশ হতে হয় নাপোলিকে। জুভেন্টাসের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে তৃতীয়বার পেনাল্টি মিস করেছেন ২৯ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ড।

খেলার শেষ দিকে নাপোলি কোচ গেনারো গাত্তুসো তার ফুটবলারদের আক্রমণে ধার বাড়াতে বললে জুভেন্টাস কাউন্টার অ্যাটাক থেকে গোল করে। হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বলে মোরাতা নিশ্চিত করেন জয়। তাতে সিনিয়র কোচ হিসেবে আন্দ্রে পিরলো জেতেন প্রথম ট্রফি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘একটি ট্রফি জেতা অনেক আনন্দের। একজন খেলোয়াড় হিসেবে জেতার চেয়েও এটা অনেক বেশি সুন্দর। ইন্টারের (রোববারের সিরি আ’য়) কাছে হারের পর এটা জেতা ছিল খুব গুরুত্বপূর্ণ।’

গত দুই মৌসুম ধরে সুপারকাপ ফাইনাল হয়েছে সৌদি আরবে। সাধারণত এই ম্যাচ হয় বাইরের কোনও দেশে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বুধবার ম্যাচটি হয়েছে সাসসুওলোর মাপেই স্টেডিয়ামে।

গোনিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ