ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিয়মের মারপ্যাঁচে কপাল পুড়লো ভারতের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০, ০২:২৭ পিএম আপডেট: নভেম্বর ২০, ২০২০, ০৮:২৭ এএম
নিয়মের মারপ্যাঁচে কপাল পুড়লো ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণের পদ্ধতিতে দুটি পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর এ নিয়ম বদলের কারণে কপাল পুড়েছে ভারত দলের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারত এক মুহূর্তেই দুইয়ে নামল। টিম ইন্ডিয়াকে টপকে শীর্ষে উঠল অস্ট্রেলিয়া।

এবার প্রাপ্ত পয়েন্ট নয়, সম্ভাব্য পয়েন্টের মধ্যে কত শতাংশ পয়েন্ট পেয়েছে দল; তার ভিত্তিতে তালিকা নির্ধারণের নিয়ম করেছে আইসিসি।  আর সেই নিয়মের মারপ্যাঁচে পড়ে সর্বাধিক ৩৬০ পয়েন্ট নিয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ভারত। 

শুক্রবার সকালে আইসিসির অফিসিয়াল টুইটারে প্রকাশিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা।

সেখানে দেখা গেছে, ভারতের পয়েন্ট ৩৬০ আর অস্ট্রেলিয়ার ২৮৬।  কিন্তু সম্ভাব্য পয়েন্টের শতাংশ হিসেবে অস্ট্রেলিয়ার পাশে রয়েছে ৮২.২, যা ভারতের বেলায় ৭৫। তাই নতুন নিয়মানুযায়ী, তালিকার ১ নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়াকে। দুইয়ে ভারত। ৬০.৮ শতাংশ নিয়ে তিনে ইংল্যান্ড। ৫০ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে নিউজিল্যান্ড।

তালিকায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। টাইগারদের পয়েন্ট প্রাপ্তির হার শূন্য। 

এর কারণ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দেড়টি সিরিজ খেলেছেন টাইগাররা। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হেরেছেন তারা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের একটিতে হেরেছে। করোনার কারণে অন্যটি এখনও হতে পারেনি। অর্থাৎ একটি পয়েন্টও পাওয়া হয়নি বাংলাদেশের।  

 তথ্যসূত্র: আইসিসি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ