ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লজ্জার একটি রাত গেল রিয়াল ও বার্সার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০, ০৮:৪৪ এএম
লজ্জার একটি রাত গেল রিয়াল ও বার্সার

অনেকে হয়তো ভাবতেও শুরু করেছিল, কত বেশি গোলে জিতবেন করিম বেনজেমা, লুকা মদ্রিচ, সার্জিও রামোসরা। কিন্তু ম্যাচশেষে পুরোপুরি উল্টে গেছে সকল ধারণা।

১৪ বছর পর এবারই প্রথম ডিভিশন থেকে লা লিগায় উঠে আসা কাদিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই হেরে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা। পুরো ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, আক্রমণভাগের নিদারুণ ব্যর্থতায় ০-১ গোলের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র দিয়ে মৌসুম শুরুর পর টানা তিন ম্যাচে রিয়াল বেটিস, রিয়াল ভায়োদলিদ ও লেভান্তেকে হারিয়ে ফর্মে ফেরার আভাসই দিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। কিন্তু মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমেই আসরের প্রথম পরাজয়ের স্বাদ পেতে হলো তাদের।

অপরদিকে, নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা। এটি আবার এবার লিগে বার্সার প্রথম হার। প্রতিপক্ষ গেটাফের মাঠে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী। পেনাল্টি থেকে গেটাফের স্ট্রাইকার জেমি মাতার করা একমাত্র গোলেই পরাজয় বরণ করতে হয় কোম্যানের শিষ্যদের।

এর আগে এ মৌসুমে লা লিগায় ৩ ম্যাচ খেলে একটিতেও হারেনি কাতালান দলটি। যদিও আন্তর্জাতিক ব্রেকের আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছিল বার্সা।

এই ম্যাচে বার্সার সুযোগ ছিল লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার। কেননা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ একইদিন নবাগত কাদিজের বিপক্ষে ১-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। আপাতত টেবিল টপার হওয়ার সুযোগটি হাতছাড়া করল বার্সেলোনা। ৫ ম্যাচে ৩ জয়, এক ড্র ও এক পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। ৪ ম্যাচে ২ জয়, এক ড্র ও এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে লিওনেল মেসির দল বার্সেলোনা। বার্সা ও রিয়ালের পরাজয়ের স্বাদ দেয়া গেটাফে ও কাদিজ রয়েছে যথাক্রমে টেবিলের দুই ও তিন নম্বরে। 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ