ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টস জিতে ফিল্ডিং নেয়ার সুবিধাটা কাজে লাগালো পাঞ্জাব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ১০:০৭ পিএম
টস জিতে ফিল্ডিং নেয়ার সুবিধাটা কাজে লাগালো পাঞ্জাব

টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার সুবিধাটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়ে তাদেরকে মাত্র ১৫৭ রানে বেধে ফেলেছে লোকেশ রাহুলের দল। জিততে হলে প্রীতি জিনতার দলকে করতে হবে ১৫৮ রান।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপর্যয়ে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ১৩ রানেই তিন উইকেট হারিয়ে বসে দিল্লি। পাঞ্জাবের পেসার মোহাম্মদ শামির আগুনে বোলিংয়ের সামনে টিকতেই পারছিল না শ্রেয়াস আয়ারের দল। পৃথ্বি শ ৫ রানে আউট হন। তার আগেই রানআউটের শিকার হন শিখর ধাওয়ান। কোনো রানই করতে পারেননি তিনি।

তিন নম্বরে ব্যাট করতে নামা শিমরন হেটমায়ার আউট হন মাত্র ৭ রান করে। দ্রুত তিন উইকেট পড়ার পর দিল্লি ঘুরে দাঁড়ায় অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং রিশাভ পান্তের ব্যাটে। এই দু’জনের ব্যাটে স্লো হলেও ৭৩ রানের জুটি গড়ে ওঠে। ৩২ বল খেলে আয়ার করেন ৩৯ রান। ২৯ বল খেলে ৩১ রান করেন রিশাভ পান্ত।

মূলতঃ মার্কাস স্টোইনিজের ঝড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত একটা লড়াকু স্টোর দাঁড় করাতে সক্ষম হয় দিল্লি। ২১ বলে ৫৩ রান করে রান আউট হন স্টোইনিজ। অক্ষর প্যাটেল করেন ৬ রান। অশ্বিন করেন ৪ রান। রাবাদা কোনো বলও খেলেননি, রানও করেননি। অ্যানরিখ নর্তজে করেন ১ বলে তিন রান ।

পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। শেলডন কটরেল নেন ২ উইকেট এবং রবি বিষনই নেন ১ উইকেট।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ