ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনেক নাটকের পর আরো এক বছর বার্সাতেই মেসি!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০, ১১:১৬ এএম আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২০, ১১:১৭ এএম
অনেক নাটকের পর আরো এক বছর বার্সাতেই মেসি!

আগের দিন ইউসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বৈঠকে কোনো ফায়সালাই নাকি হয়নি। হোর্হে মেসি ছেলের ক্লাব ছাড়ার দাবিতে অনড় ছিলেন, ওদিকে বার্সেলোনা বোর্ডও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়ছিল না। লিওনেল মেসিকে তারা ছাড়তেই রাজি নয়। তবে কাল সকাল থেকেই ঘটনায় ‘ইউ টার্ন।’

মেসির ব্যুরো ফ্যাক্স পাঠানোর খবর প্রথম দেওয়া ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক মার্তিন আরেভালো টুইটারে লিখলেন, ‘আরো এক বছর বার্সাতেই থেকে ২০২১-এ মেসির ফ্রি ট্রান্সফারের সম্ভাবনা প্রবল। আর্জেন্টাইন এখন তেমনটাই ভাবছেন।’ ওদিকে কাতালান সংবাদমাধ্যম ‘দেপোর্তিভো কুয়াত্রো’ আবার মেসির বাবাকে কথা বলালেন ক্যামেরার সামনে। বার্তোমেউয়ের সঙ্গে আগের দিনের সভার পর কাল সকাল থেকেই আবার ব্যস্ত দিন শুরু হয়েছিল তাঁর। শুরুতে পারিবারিক আইনজীবীর সঙ্গে দেখা করেছেন তিনি।

গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ই ‘কুয়াত্রো’র সাংবাদিকের প্রশ্ন, ‘আরো এক বছর বার্সায় থেকে মেসির ২০২১-এ ফ্রি ট্রান্সফারের সম্ভাবনা আছে কি?’ স্প্যানিশে হোর্হে শুধু বললেন, ‘সি’, অর্থাৎ হ্যাঁ। পরের প্রশ্ন ধেয়ে গেল, ‘বার্তোমেউয়ের সঙ্গে গতকালের সভা কেমন ছিল?’ হোর্হে উত্তর দিলেন, ‘মুই বিয়েন’, অর্থাৎ বেশ ভালো। তার মানে যেমন খবর বেরিয়েছিল বেশ অস্বস্তিকর একটা অবস্থা ছিল দুই পক্ষের ওই আলোচনায়, কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিলেন না, আসলে তা নয়। টিওয়াইসিই খবর দিয়েছিল, হোর্হে বার্তোমেউকে স্পষ্ট করেই বলেছেন, ‘আমার ছেলে ক্লাব ছাড়তে চায়।’

ওদিকে এক পরিচালককে নিয়ে সভায় বসা বার্তোমেউ জোর দিয়েছেন আর্জেন্টাইন তারকাকে না ছাড়ার ব্যাপারে। ২০২১ পর্যন্ত মেসি তো চুক্তিতে আছেনই, নতুন করে আরো এক বছরের চুক্তি বাড়ানোর ইচ্ছার কথাও নাকি তিনি জানিয়েছেন। তাতে পরিস্থিতি যেমন ছিল কোনো পক্ষ ছাড় না দিলে বিষয়টি আসলে সুরাহার দিকে এগোনোর পথ ছিল না।

সে ক্ষেত্রে মেসিই কি ছাড় দেওয়ার পথে হাঁটলেন। এই সম্ভাবনা যে আলোচনায় ছিল না, তা নয়, কিন্তু তা ছিল অস্পষ্টতায় ঢাকা। বার্সেলোনার অনুশীলন ক্যাম্পে তাঁর যোগ না দেওয়ায় অন্তত থেকে যাওয়ার ইঙ্গিত ছিল না। তবে শেষ পর্যন্ত বার্তোমেউয়ের সঙ্গে হোর্হে মেসির সভাতেই বরফ গলছে তা এখন অনেকটাই স্পষ্ট। মেসিকে ছাড়ার কোনো আলোচনাতেই যেতে রাজি ছিল না বার্সা। সে ক্ষেত্রে একটাই পথ, ‘রিলিজ ক্লজ’ মেটানো। যেখানে ক্লাবের আর কিছু বলার থাকে না। তবে সেই অর্থ মিটিয়ে মেসিকে নেবে, এমন কেউই এখনো পর্যন্ত নিজেদের জানান দেয়নি। আর মেসিপক্ষ যদি মনে করে বার্সার এই মুহূর্তে সেই ‘রিলিজ ক্লজ’ চাওয়া অন্যায্য তাহলে তাদের আদালতের শরণাপন্ন হওয়া ছাড়াও আর কোনো পথ নেই। সেই অনিশ্চিত পথে হাঁটার চেয়ে বরং এক বছর অপেক্ষা করাই হয়তো শেষ পর্যন্ত ভালো বিকল্প মনে হয়ে থাকতে পারে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর।

সেই ব্যুরো ফ্যাক্স পাঠানোর পর থেকে আট দিন কেটেছে মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে ধোঁয়াশায়। হোর্হে মেসি, যিনি ছেলের এজেন্টও, বার্সেলোনায় পা দেওয়ার পর থেকেই ঘটনা জমে যায়। বিমানবন্দরে নেমে তিনি মেসির বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনাটাকে ‘কঠিন’ বলেই উল্লেখ করেছিলেন। পরশু বার্তোমেউয়ের সঙ্গে বৈঠকের পর সেই তাঁর কণ্ঠেই উল্টো সুর ঘটনার পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। মার্কা

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ