ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ধোনির সম্পত্তির পরিমাণ কত জানেন?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০২০, ০৮:২৬ পিএম
ধোনির সম্পত্তির পরিমাণ কত জানেন?

ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুধুই খেলার মাঠেই বলে বলে ছক্কা হাঁকান না, তার দেশের ধনীদের তালিকায়ও তিনি রয়েছেন অনেক উপরের দিকে। ক্রিকেট বাদেও নিজেস্ব স্পোর্টস টিম, বিভিন্ন বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং থেকে প্রচুর আয় করেন ধোনি। ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার সময় সম্পত্তির পরিমাণ তা জেনে নিন। যে কোনো কঠিন পরিস্থিতিতে ক্রিকেট মাঠে নিজেকে শান্ত রেখে ম্যাচ জেতার তালিকায়া মহেন্দ্র সিং ধোনির নামই উঠে আসবে সবার ওপরে। মাথা ঠান্ডা রেখে খেলার মাঠে দারুণ সিদ্ধান্ত নিয়েছেন ধোনি, এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। তবে এগুলো ছাড়াও আরও একটি বিষয় রয়েছে যা এমএস ধোনিকে অন্যান্য খেলোয়াড়দের থেকে অনেক এগিয়ে রাখবে। ৩৯ বছর বয়সি ক্রিকেটর আয়ের দিক থেকে অন্যান্য ক্রিকেটারদের চেয়ে অনেকটাই এগিয়ে।

স্পোর্টস টিম: অন্যান্য ক্রিকেটরদের মতো ধোনিও অন্যান্য ধরণের খেলায় বিনিয়োগ করেছেন। একসময় ফুটবলে গোলকিপার হওয়ার স্বপ্ন দেখা ধোনি ইন্ডিয়ান সুপারলিগের দল ‘চেন্নাইয়িন এফসি’-এর মালিক। এগুলো ছাড়াও মোটর ভ্যাহিকেলসের প্রতি সখে রয়েছে ধোনি, এবং সে কারণে তিনি এই ব্যবসায়ও সামিল হয়েছেন

স্পোর্টস টিম: অন্যান্য ক্রিকেটরদের মতো ধোনিও অন্যান্য ধরণের খেলায় বিনিয়োগ করেছেন। একসময় ফুটবলে গোলকিপার হওয়ার স্বপ্ন দেখা ধোনি ইন্ডিয়ান সুপারলিগের দল ‘চেন্নাইয়িন এফসি’-এর মালিক। এগুলো ছাড়াও মোটর ভ্যাহিকেলসের প্রতি সখে রয়েছে ধোনি, এবং সে কারণে তিনি এই ব্যবসায়ও সামিল হয়েছেন

ব্র্যান্ড- ২০১৬-এ পোশাক ব্র্যান্ড ‘সেভেন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে বলা হয়েছিল। এরপরে, তিনি এই ব্র্যান্ডের যে জুতোর কালেকশন রয়েছে, তারই মালিকানা নিয়ে নেন। এর জন্য, স্পোর্টসফিট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড নামে একটি জিমেরও মালিক হন তিনি। এই সংস্থার সারা দেশে ২০০টিরও বেশি জিম রয়েছে।

হোটেল ব্যবসার মাধ্যমেও প্রচুর উপার্জন করেন। ঝাড়খণ্ডে ধোনির একটি হোটেল রয়েছে, যার নাম ‘হোটেল মাহি রেসিডেন্সি’। যদিও এর কোনও শাখা নেই।

প্রচার: ক্যারিয়ারের প্রথম থেকেই ধোনির অনেক ব্র্যান্ডের প্রচার বা এনডোর্সমেন্টের দায়িত্বে। বর্তমানে তার পেপসি, স্টার, বোস, স্নিকার্স, ভিডিওকন, বুস্ট, ওরিয়েন্ট ইলেক্ট্রিক, নেটমেডসের মতো বিশাল ব্র্যান্ডগুলির সঙ্গে চুক্তি রয়েছে।

ফোর্বসের তালিকায় অন্তর্ভুক্তি: স্পোর্টস ওয়েবসাইট ক্লাচ পয়েন্টসের তথ্য অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ আয় করেন। চেন্নাই সুপারকিংসের সঙ্গে তার ২.১ মিলিয়ন ডলার চুক্তি রয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

এক্ষেত্রে প্রায় ২০ কোটি টাকার চুক্তি বিরাট কোহলি প্রথম স্থানে রপডছেন। ২০১৪ এবং ২০১৫ সালে, তিনি একমাত্র ভারতীড খেলোডাঢ় যিনি ফোর্বস শীর্ষ ১০০ অ্যাথলিটের তালিকাড জাডগা করে নিয়েছিলেন। এই সময়ে তার র‌্যাঙ্কিং যথাক্রমে ২২ এবং ২৩ ছিল। যদিও এই তালিকায় তার সেরা র‌্যাঙ্কিং ১৮ তম স্থানে ছিল।

গোনিউজ২৪

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ