ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাগতিকদের উড়িয়ে দিল বার্সেলোনা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ১২:২২ পিএম
স্বাগতিকদের উড়িয়ে দিল বার্সেলোনা

প্রায় বিশ দিন আগে লেগানেসকে ২-০ গোলে হারানোর পর চারটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে শুধু জয়ের দেখা মিলেছে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে। তার আগে সেভিয়া এবং পরে সেল্টা ভিগো ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে যেন জিততেই ভুলে গিয়েছিল কিকে সেতিয়েনের শিষ্যরা।

অবশেষে ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে জয়ের দেখা পেলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। তাও কষ্টার্জিত কোন জয় নয়, রীতিমতো স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ৪-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দুর্দান্ত খেলেছেন দলের তিন তারকা মেসি, সুয়ারেজ ও অ্যান্তনিও গ্রিজম্যান। গোল পেয়েছেন তরুণ তুর্কি আনসু ফাতিও।

রোববার রাতের ম্যাচটিতে বার্সেলোনাকে খানিক সৌভাগ্যবানই বলতে হয়। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। বাম পাশ থেকে আসা জর্দি আলবার গোলমুখে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই প্রবেশ করান ভিয়ারিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার পাউ তরেস।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। মিনিট দশেক পরেই ম্যাচে সমতা ফেরান জেরার্ড মরেনো। এই সমতাও আবার বেশিক্ষণ থাকতে দেননি লুইস সুয়ারেজ। ম্যাচের ২০ মিনিটের সময় মেসির পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে দৃষ্টিনন্দন এক শটে জালের ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এ তারকা ফুটবলার।

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আসে বার্সেলোনার সমর্থকদের বহুল আকাঙ্ক্ষিত এক মুহূর্ত। গত কয়েকদিন ধরেই গ্রিজম্যানকে নিয়ে চলছিল নানান কথা। সেসবকে উড়িয়ে দিয়ে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। অধিনায়ক মেসির বুদ্ধিদীপ্ত পাসে ভিয়ারিয়াল রক্ষণকে হকচকিয়ে দেন গ্রিজম্যান।

দ্বিতীয়ার্ধে ফিরে বেশ কিছু সুযোগ তৈরি করে বার্সেলোনা। কিন্তু ভিয়ারিয়ালের স্প্যানিশ গোলরক্ষক আসেনহোর দৃঢ়তায় আসছিল না কাঙ্ক্ষিত গোল। ৮৭ মিনিটের মাথায় জর্দি আলবার পাস থেকে হালি পূরণ করেন আনসু ফাতি। গোল হতে পারতো আরও একটি। অতিরিক্ত যোগ করা সময়ে মেসির ফ্রি-কিক ফিরে আসে ক্রসবারে লেগে।

এ জয়ের পর ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রইলো বার্সেলোনা। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৭৭ পয়েন্ট। বাকি থাকা ৪ ম্যাচে ৯ পয়েন্ট পেলেই দুই আসর পর লা লিগার শিরোপা জিতে নেবে তারা।

গোনিউজ২৪/এন

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ