ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার লিগ-চ্যাম্পিয়নস লিগ-ইউরোপা লিগ স্থগিত


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০২০, ০৭:২৪ পিএম আপডেট: মার্চ ১৩, ২০২০, ০৭:২৫ পিএম
প্রিমিয়ার লিগ-চ্যাম্পিয়নস লিগ-ইউরোপা লিগ স্থগিত

করোনার প্রাদুর্ভাবে একের পর এক খেলা বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকটি ম্যাচ রুদ্ধদ্বারে আয়োজন করা হলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ভাইরাস আতঙ্কে স্থগিতই করতে হচ্ছে সব।

এবার করোনার প্রভাব পড়লো ইংলিশ প্রিমিয়ার লিগেও। আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ লিগের আসন্ন সব ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বেশিরভাগ ম্যাচে দর্শকশূন্য মাঠে খেলা হলেও করোনার আক্রমণ থেমে নেই। খেলোয়াড়-কোচদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি।

সম্প্রতি পজিটিভ হিসেবে ধরা পড়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। চেলসির উইঙ্গার কলাম হজসন-ওদোইও করোনা আক্রান্ত।

আর্সেনাল, এভারটন, লেস্টার সিটি আর ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উয়েফা আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগের ম্যাচগুলো স্থগিত করেছে।

এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করা হয়। শুক্রবার জরুরী মিটিংয়ে বসেন প্রিমিয়ার লিগের কমকর্তারা। সেখানে পুরো লিগই ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে পারলো না চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগও। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় এই দুই লিগের সকল খেলা স্থগিত ঘোষণা করেছে উয়েফা।

ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস-লিঁওর মধ্যকার শুক্রবারের ম্যাচ দুটো স্থগিত করা হয়েছে। উয়েফার ঘোষণায় আগামী সপ্তাহে বার্সেলোনা-নাপোলি আর বায়ার্ন মিউনিখ-চেলসির ম্যাচটিও স্থগিত হয়ে গেল।

এদিকে ১৯ মার্চ ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় লেগ খেলার কথা ছিল এলএএসকের বিপক্ষে। ওই ম্যাচটিসহ ইউরোপা লিগের বাকি ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ার কোভিড-১৯ ভাইরাসের কারণে এবং বিভিন্ন সরকারের নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে, আগামী সপ্তাহের উয়েফা ক্লাব প্রতিযোগিতার সকল ম্যাচ স্থগিত করা হলো।’

‘এতে অন্তর্ভূক্ত হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১৭ এবং ১৮ মার্চের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচগুলো, ১৯ মার্চ উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের সব ম্যাচ, ১৭ এবং ১৮ মার্চের উয়েফা ইয়ুথ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোও। আলাপ আলোচনার পর এই ম্যাচগুলোর ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।’

গোনিউজ২৪/এন

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ