ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির শেষ ম্যাচে ২ নতুন মুখসহ টাইগার একাদশে ৫ পরিবর্তন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ৬, ২০২০, ১২:৪৩ পিএম আপডেট: মার্চ ৬, ২০২০, ১২:৫৪ পিএম
মাশরাফির শেষ ম্যাচে ২ নতুন মুখসহ টাইগার একাদশে ৫ পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটিই অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। গতকালই জানিয়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আজ জিতে গেলেই বাংলাদেশের প্রথম কোনো অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন তিনি।

তার আগে থেকেই অবশ্য গুঞ্জন শোনা যাচ্ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বিশ্রাম দেয়া হবে মুশফিকুর রহীমকে। আগামী মাসে পাকিস্তানে গিয়ে যে একমাত্র ওয়ানডেটি খেলবে বাংলাদেশ, সেই ম্যাচকে প্রাধান্য দিয়েই এই ম্যাচটির একাদশ সাজানো হবে।

অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। মুশফিককে ছাড়াই আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

মাশরাফি যখন ২০১৪ সালের নভেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার অধিনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন, তখন ঘরের মাটিতে জিম্বাবুইয়ানদের ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই সাফল্যের মিশনে ম্যান অব দ্য সিরিজ ছিলেন মুশফিকুর রহীম; কিন্তু আজ ৬ মার্চ শুক্রবার যে ম্যাচে মাশরাফি অধিনায়কত্ব থেকে বিদায় নিচ্ছেন, সেই ম্যাচে নেই মুশফিক।

আজ খেলা শুরুর ২ ঘণ্টা আগে মুশফিকের ব্যাপারে সে কথা সত্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শুধু মুশফিকই নন, আজকের এই ম্যাচটিতে ৫টি পরিবর্তন এনে খেলতে নামছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছিল সৌম্য সরকারকে। কিন্তু তাকে সুযোগ দেয়া হচ্ছে না। সঙ্গে নেই মুশফিক, শফিউল, আল আমিন এবং নাজমুল হোসেন শান্ত।

৫জনকে বসিয়ে রাখা হলেও ওয়ানডে অভিষেক ঘটানো হচ্ছে দুইজনের। নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব। এই দু'জন ইতিমধ্যেই টি-টোয়েন্টি খেলে হাত পাকিয়েছেন। এবার ৫০ ওভারের ম্যাচ খেলা শুরু হবে তাদের মাশরাফির অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে।

আজকের বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

গোনিউজ২৪/এন

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ