ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তামিম-আল আমিনের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচ ড্র


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৪:০১ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১০:০১ এএম
তামিম-আল আমিনের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচ ড্র

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিসিবি একাদশের তানজিদ হাসান তামিম ও অধিনায়ক আল আমিন জুনিয়র। তাদের দুইশো ছাড়ানো জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশ যখন লিড নিতে যাবে তখন ড্র মেনে নিয়েছে উভয় অধিনায়ক।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার ম্যাচের দ্বিতীয় ও শেষ দিন ষষ্ঠ উইকেট জুটিতে জোড়া সেঞ্চুরি দেখে স্বাগতিক দল। এর মধ্যে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

কিছুক্ষণ পর তিন অঙ্ক স্পর্শ করেন আল আমিন। তবে শতকটা তামিমের মতো দ্রুত গতির ছিল না। তাকে খেলতে হয়েছে ১৪৫ বল। তাতে কোনো ছক্কার মার না থাকলেও রয়েছে ১৬টি চারের মার।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বিসিবি একাদশ।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক আল-আমিন ও তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। এ জুটির রান দাঁড়ায় ২১৯। জিম্বাবুয়ে থেকে আর মাত্র তিন রানে পিছিয়ে ছিল বিসিবি একাদশ।

ম্যাচ ড্র ঘোষণার সময় দলের সংগ্রহ ৫৯.৩ ওভারে ৫ উইকেটে ২৮৮।  ৯৯ বলে চৌদ্দ চার ও পাঁচ ছক্কায় ১২৫ রানে অপরাজিত ছিলেন তামিম। আল আমিনের রান ছিল ১০০।

বিসিবি একাদশের অন্য ব্যাটসম্যানের মধ্যে পারভেজ হোসেন ইমন ৩৪ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

বিসিবি একাদশে ছিলেন বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ছয় সদস্য। তারা হলেন- আকবর আলি, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলাম।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ