ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান জার্সি বিতর্ক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৫:২৮ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ১১:২৮ এএম
নারী বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান জার্সি বিতর্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের জার্সি।  অভিযোগ উঠেছে, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সির মধ্যে এতটাই মিল যে, দুটিকে আলাদা করা কঠিন।

এর আগে ছেলেদের বিশ্বকাপ শুরুর আগেও বাংলাদেশের জার্সির ডিজাইন প্রকাশিত হওয়ার পর তুমুল সমালোচনার শিকার হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে জার্সিতে লাল রঙ ফিরিয়ে এনে তারা কিছুটা সংস্কার করার চেষ্টা চালায়। বিতর্কের মধ্যে হলেও সেই জার্সি পরেই বিশ্বকাপ খেলে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশসহ ১০টি দল এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি কর্তৃক যে অফিসিয়াল ফটোশ্যুট হলো, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের জার্সি প্রায় একই রকম। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরাও একই দাবি তুলছেন। শুধু তাই নয়, এ নিয়ে বিসিবির তীব্র সমালোচনাও শুরু হয়েছে নেট দুনিয়ায়।

আইসিসির অফিসিয়াল ফটোশ্যুট

আইসিসি তাদের টুইটার পেজে প্রকাশ করে বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দেশের অধিনায়কদের অফিসিয়াল ফটোশ্যুটের ছবি। সেই প্রকাশিত ছবি থেকেই এই বিতর্কের সূত্রপাত।

ছবিগুলোই প্রমাণ দিচ্ছে যে, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সির রং প্রায় একই। জার্সির সামনে ‘বাংলাদেশ’ লেখার ব্যাকগ্রাউন্ডে লাল রং না থাকলে দুই জার্সির পার্থক্য করা কঠিন হয়ে পড়ত। কেন দুই দেশের জার্সি বারবার প্রায় একই হয়ে যাচ্ছে, তার কোনো জবাব এখনও দায়িত্বশীলদের কেউ দেয়নি।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ