ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবাই যখন উল্লাস করছে, আমি তখন যন্ত্রণায় কাতরাচ্ছি: ইমন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৭:০৮ পিএম
সবাই যখন উল্লাস করছে, আমি তখন যন্ত্রণায় কাতরাচ্ছি: ইমন

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের দেওয়া লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজীদ হাসান ও পারভেজ হোসেন ইমন। নিজের ব্যাটিংয়ের সময় একটি বলে আঘাত পান। বাঁ-পায়ে ক্র্যাম্পের জন্য মাঠ ছাড়তে হয় তাকে। এক পর্যায়ে বেরিয়ে যান মাঠ থেকে।

এর আগে মাঠে শুয়ে ব্যাথায় কাতর হয়ে পড়েছিলেন কিছুক্ষণ। কিন্তু ছয় উইকেট পড়ার পর দলের কঠিন সময়ে বসে থাকতে পারেননি। আবার ব্যাট হাতে আবার নেমে পড়েন ক্রিজে।  সর্বোচ্চ ৪৭ রান করলেও মাঠের মধ্যে থেকে জয় ছুঁতে পারেননি তিনি।

বৃষ্টি শুরু হলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। আবার ম্যাচ শুরু হলে জয় তুলে আকবররা যখন বিজয়োল্লাস করছিলেন, তীব্র ব্যথায় ইমন তখন ড্রেসিং রুমে কাতরাচ্ছিলেন।

ইমন বলেন, ‘সবাই মাঠে ছুঁটে চলে গেল। আমি তখন যন্ত্রণায় কাতরাচ্ছি। ড্রেসিং রুমে বসেছিলাম। সারারাত সবাই জয়ের উৎসব করেছে। পায়ের ক্র্যাম্পের জন্য আমি খুব বেশি কিছু করে উঠতে পারিনি।’

উল্লাসে লাফালাফি করতে না পারলেও ইমনের বেজায় আনন্দ ছিল মনে। আনন্দের তীব্র উত্তেজনা ছিল চেহারা স্পষ্ট। ম্যাচে তীব্র ব্যথা নিয়ে যে ইনিংসটি তিনি খেলেছেন সে ব্যাপারে এই যুবা ব্যাটসম্যান বলেন, ‘এটাই আমার জীবনের সেরা ইনিংস। পঞ্চাশ করতে পারিনি। তবে তাতে কোনো আক্ষেপ নেই। দেশকে বিশ্বকাপ জেতানোর পিছনে আমারও যে অবদান রয়েছে, তা ভেবে খুব ভাল লাগছে।’

এত ব্যথা নিয়ে ব্যাটিং কীভাবে সম্ভব হয়েছে? এ প্রশ্নের উত্তরে ইমন বলেন, ‘আমি যখন ১৫ রানে ব্যাট করছি, তখনই টের পাচ্ছিলাম যন্ত্রণা হচ্ছে। ২৫ রান করার পরে আর টানতে পারলাম না। মাঠেই শুয়ে পড়ি। ভাবলাম আধ ঘণ্টা যদি বিশ্রাম নিই, তা হলে হয়তো পরে ব্যাট করতে পারব। এ দিকে একের পর এক উইকেট যখন যাচ্ছে, তখন আর ডাগ আউটে বসে থাকতে পারলাম না। নেমেই পড়লাম ব্যাট হাতে।’

ইমন আরও বলেন, ‘পায়ে ক্র্যাম্প থাকায় ঠিক মতো শট খেলতে পারছিলাম না। দৌড়তেও ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু মনকে বলছিলাম, আমাকে পারতেই হবে। এ রকম সুযোগ বার বার পাওয়া যাবে না।’

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ