ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুবা বিশ্বকাপে বাংলাদেশের রাকিবুলের হ্যাটট্রিক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৫:২২ পিএম আপডেট: জানুয়ারি ২১, ২০২০, ১১:২২ এএম
যুবা বিশ্বকাপে বাংলাদেশের রাকিবুলের হ্যাটট্রিক

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। স্কটিশ যুবাদের ইনিংসে ২৪তম ওভারে হ্যাটট্রিকটি করেন এ ১৭ বছর বয়সী।

আগে ব্যাটিংয়ে নামা স্কটিশ যুবারা শুরু থেকেই ছিলেন ভীষণ চাপের মুখে। রাকিবুল হ্যাটট্রিক তুলে নেওয়ার আগে ৬৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ২৪তম ওভারে এসে কেস সাজ্জাদকে বোল্ড করেন রাকিবুল। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এলজি রবার্টসনকে। ওভারের পঞ্চম বলে বোল্ড করেন সিডি পিটকে। ওই ওভার শেষে স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৬৮। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছিলেন জাতীয় দলে খেলা পেসার কামরুল ইসলাম।

বোলিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে আরেক বাঁহাতি বোলার। স্কটল্যান্ডের ইনিংসে পঞ্চম ওভারে ওপেনার ডেভিডসন ও তিনে নামা ম্যাকিন্টশনকে তুলে নেন শরিফুল ইসলাম। পরের ওভারে স্কটিশ অধিনায়ক অ্যাঙ্গাস গাইকেও ফেরত পাঠান তানজীম হাসান। এ পেসারের কল্যাণে ৮ ওভারের মধ্যে ২১ রান তুলতেই ৪ উইকেট হারায় স্কটিশ যুবারা। নিজের চতুর্থ ওভারে চারে নামা জ্যাসপার ডেভিডসনকেও তুলে নেন তানজীম। ৩১তম ওভারে রাকিবুল এসে শেষ উইকেটটি তুলে নিলে ৮৯ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।

৫.৩ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন রাকিবুল। ২টি করে উইকেট শরিফুল ও তানজীমের। দিনের অন্য ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগে ব্যাট করে ৪১ রানে অলআউট হয় জাপান অনূর্ধ্ব-১৯ দল।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ