ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাইগারদের পাকিস্তান সফর নিয়ে যা বললেন পাপন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৩:৫৮ পিএম আপডেট: জানুয়ারি ১৫, ২০২০, ০৯:৫৮ এএম
টাইগারদের পাকিস্তান সফর নিয়ে যা বললেন পাপন

কয়েকদিন আগেও বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার কথা শুনিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হচ্ছিল এই সফরে গেলেও টেস্ট খেলবে না তারা, শুধু টি-টোয়েন্টি খেলবে। কিন্তু দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানির সঙ্গে বৈঠকের পর যেন সব বদলে গেল।

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। শুধু তাই নয় টেস্ট, টি-টোয়েন্টির পাশাপাশি আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে একটি ওয়ানডেও খেলবে তারা। তিন ধাপে হবে টাইগারদের এ সফর! বিষয়টাকে পিসিবি’র কাছে বিসিবি’র কূটনীতিক পরাজয় হিসেবে দেখছেন অনেকে। তবে এমনটা মানতে নারাজ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বুধবার এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “ক্রিকেট কূটনীতিতে হার! এটা কেন বলছে কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না। আমার কাছে অদ্ভুত লাগছে। আমরা প্রথম থেকে যেটা বলেছি সেটাই হয়েছে। আমার কাছে তেমনই মনে হচ্ছে।”

অথচ গত রোববারই বিসিবির বোর্ড সভা শেষে পাপন জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পাকিস্তান সফরে টেস্ট খেলার অনুমতি দেয়নি সরকার।

সরকার কী তাহলে এখন অনুমতি দিচ্ছে? জবাবে বিসিবি প্রধান বলেন, “সরকার থেকে যেই বিষয়টা বলা আছে, আমরা যেরকম আগে থেকে বলেছি ওইরকমই হয়েছে। ওখানটায় লিখেছে যে প্রথমে টি-টোয়েন্টি খেলে আসবে। তারপরে অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে গিয়ে টেস্টগুলো খেলে আসবে। আমরা এখনো সেই ধারাতেই আছি।”

সূচির বাইরেও ওয়ানডে ম্যাচের যুক্তি দেখিয়ে পাপন বলেন, “পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ দরকার। আমাদের কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে হলে হয়তো অনুশীলনটা ভালো হবে।”

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ