ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৪:০৯ পিএম আপডেট: নভেম্বর ২১, ২০১৯, ১০:০৯ এএম
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল থেকেই দাপট দেখাতে থাকে বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিং করে আফগানিস্তানের ব্যাটসম্যানদের সুবিধা করতে দেয়নি। যদিও ব্যতিক্রম ছিলেন দারউইস রাসুলি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা ২২৮ রান তুলতে সক্ষম হলেও রাসুলি তুলে নেন শতক। ডান-হাতি এই ব্যাটসম্যান ১১৪ রান করেন। 

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে যুবা টাইগারদের জার্সিতে তিনটি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার। দুটি উইকেট তুলেছেন তানভির ইসলাম।

২২৯ রারে লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম শেখ।

ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৭ রানের ম্যাচ জয়ী জুটি গড়েন। ৫৯ বলে ৬১ রানের ইনিংসটি তিনটি চার ও সমান সংখ্যক ছক্কায় সাজান সৌম্য। অন্যদিকে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন শান্ত। এর মাধ্যমে টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ রান করলেন তিনি।

দলীয় ১৩৩ এ সৌম্য ও ১৫৪ রানে শান্ত ফিরে যান। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও আফিফ হোসেন দ্রুব দ্রুত ম্যাচ শেষ করায় মনোযোগ দেন। 

শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ ।তিনটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া ৫৬ বলে ৩৮ রান করে ক্রিজে ছিলেন রাব্বি। ইনিংসে একটি ছয় ও একটি চার মারেন তিনি।

৩৯.৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে সাত উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পা রাখল লাল-সবুজরা।
এর আগে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে হংকং, নেপাল ও ভারতকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় যুবা টাইগাররা।

আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ