ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ১০:১০ পিএম আপডেট: নভেম্বর ২০, ২০১৯, ০৫:১০ পিএম
বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

শুরু হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় বিপিএল প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরের সাতটি দল নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নেন।আগামী ৮ ডিসেম্বর উদ্বোধন হবে টি-টোয়েন্টির এই আসর। ১১ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।

সাতটি দল এখন পর্যন্ত যাদের দলভুক্ত করে নিলো, নিচে তাদের তালিকা দেয়া হলো। 

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (এ+), শফিউল ইসলাম, নাজমুল হাঁসান শান্ত (বি), আমিনুল ইসলাম বিপ্লব (ডি), রাইলি রুশো (এ+), রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান (সি), সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (এ), শহিদুল ইসলাম, মোহাম্মদ আমীর, নাজিবুল্লাহ জাদরান।

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল (এ+), এনামুল হক বিজয়, হাসান মাহমুদ (ই), শেখ মেহেদী হাসান (বি), থিসারা পেরেরা (এ+), লরি ইভান্স, আরিফুল হক (বি), মুমিনুল হক (এ), মাশরাফি বিন মুর্তজা, ওহাব রিয়াজ, আসিফ আলী, রকিবুল হাসান। 

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হাঁসান দ্রুব, আবু জায়েদ (এ), ফরহাদ রেজা (বি), রাবি বোপারা, হজরত উল্লাহ জাজাই, তাইজুল ইসলাম, অলোক কাপালী (সি), শুবাগত হোম (বি), কামরুল রাব্বি, ইরফান শুকুর (সি), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান, মিনহাজুল আবেদীন আফ্রিদি। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ (এ+), ইমরুল কায়েস (এ), নাসির হোসেন (সি), রুবেল হোসেন (বি), ক্রিস গেইল (এ+), ক্যাসরিক উইলিয়ামস, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী (সি), পিনাক ঘোষ, আভিষ্কা ফার্নান্দো, রিয়াদ এমরিত, নাসুম আহমেদ। 

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি (সি), জহুরুল ইসলাম (সি), মোহাম্মদ নাবী, শাই হোপ, তাসকিন আহমেদ (বি), জাকির হাঁসান,  ফজলে রাব্বী (ডি), রিশাদ হোসেন, নাদিব চৌধুরী, রুইজ বেগোরি, ক্যামেরুন দেলপোর্ট, সঞ্জিত সাহা। 

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, মোহাম্মদ আল-আমীন, ইয়াসির আলী চৌধুরী (ডি),সাব্বির রহমান (বি), কুশল পেরেরা, মুজিব উর রহমান, সানজামুল ইসলাম (বি), আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন (ডি), সুমন খান (ডি), ডেভিড মালান, ধাসুন সানাকা, ফারদিন হোসেন অনি।

সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু (বি), সোহাগ গাজী, শাফিন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, রনি তালুকদার, নাঈম হাসান (বি), দেলওয়ার হোসেন, মনির হোসেন খান (সি), নবীন উল হক, জনসন চার্লস, রুহেল মিয়া।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ