ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৪:৪৭ পিএম আপডেট: নভেম্বর ১৩, ২০১৯, ১০:৪৭ এএম
শেখ রাসেল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। এসময় সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

বুধবার এ ‍উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, নেপাল, ইরাক ও মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ১৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ১৮টি দেশের ২১টি ক্লাব অংশ নিচ্ছে। বাকি ১৭টি দেশ হলো- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরাক, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া, মঙ্গোলিয়া, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, ভিয়েতনাম ও ক্যামেরুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখা, এটা করতে গেলে আমরা যত বেশি তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারবো, ততই তারা এ ধরনের অসামাজিক কার্য্কলাপ থেকে দূরে থাকবে। নিজেদের চরিত্র গঠনে সচেষ্ট হবে। সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

মানসিক ও শারীরিক সুস্থতায় খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এটা শুধু শারীরিক দিক থেকে তারা সুস্থ থাকবে তা নয়, শারীরিক ও মানসিক, সবদিক থেকে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে। তাদের ভেতরে দেশপ্রেম জাগ্রত হবে। দেশ ও জাতির প্রতি একটা কর্তব্যবোধ জাগ্রত হবে। সেসব দিকে লক্ষ্য রেখে আমরা খেলাধুলাকে সব সময় গুরুত্ব দেই।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে টেনিস ব্যাট ও বল উপহার হিসেবে তুলে দেন।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ