ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরকার হলে মোস্তফিজকে ব্রেক দেব: পাপন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৩:০৯ পিএম আপডেট: নভেম্বর ১২, ২০১৯, ০৯:০৯ এএম
দরকার হলে মোস্তফিজকে ব্রেক দেব: পাপন

ভারতের বিপক্ষে এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কাটার মাস্টারখ্যাত মোস্তাফিজুর রহমান। ঘরের মাঠে সেবার তার কাটারে কাহিল ছিলেন রোহিতরা। মাঝে পেরিয়ে গেছে দীর্ঘসময়। তিনি হয়ে উঠেছেন দলের প্রধান স্ট্রাইক বোলার। বাংলাদেশ সর্বপ্রথম ভারতের মাটিতে দুই ফরম্যাটের (টেস্ট ও টি-টোয়েন্টি) সিরিজ খেলতে এসেছে। কিন্তু তার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না দল। ভারতের বিপক্ষে অভিষেকে তাক লাগিয়ে যার আবির্ভাব সেই একই দলের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে এখন সমালোচনার মুখে তিনি। মোস্তাফিজের বিষ মাখানো কাটার যেন নির্বিষ হয়ে পড়েছে।

মোস্তাফিজের নখদন্তহীন বোলিংয়ের পরও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, এ রকম হতেই পারে যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে। তবে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি দেখতে নাগপুরে এসেছিলেন বিসিবি সভাপতি। ম্যাচের আগের দিনই এসে পড়েন তিনি। দল ভারতের বিপক্ষে লড়াই করছে; তিনি কি ঢাকায় বসে থাকতে পারেন? না পারেননি। তবে হতাশ করেছে তাকে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স। 
গতকাল টিম হোটেলে বিসিবি সভাপতি আক্ষেপ করে বলেন, যাদের নিয়ে আশা করেছিলাম তারা কিছুই করতে পারেনি। আর মোস্তাফিজকে নিয়ে কথা উঠতেই বিরক্তি প্রকাশ করেন, ‘আরে ও যে কী করছে, বুঝতে পারছি না। কী হয়েছে ওর, বুঝে আসছে না। ওকে নিয়ে আলাদা বসতে হবে। কাজ করতে হবে। প্রয়োজনে আলাদা সেশন করব। দরকার হলে ব্রেক দেব। এভাবে তো হয় না।’ দলের প্রধান স্ট্রাইক বোলার মোস্তাফিজকে নিয়ে এভাবেই বলছিলেন দেশের ক্রিকেটের প্রধান কর্তা পাপন।

মোস্তাফিজকে চ্যাম্পিয়ন বোলার উল্লেখ করে মাহমুদউল্লাহ অবশ্য বলেন, ‘না, ও কষ্ট করছে। ও অসম্ভব কষ্ট করছে, ও জানে, ওর কনসার্ন এ বিষয়টাতে। আপনি যদি ওকে ড্রপ করেন, তো এ রকম কোনো ইস্যু আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। একজন চ্যাম্পিয়ন বোলারকে আপনাকে সব সময় সাপোর্ট করতে হবে। কারণ মোস্তাফিজ আমার কাছে মনে হয় যে আমাদের ম্যাচ উইনিং বোলার। যখন ও কামব্যাক করবে, বাংলাদেশও ম্যাচ জিতবে ইনশাল্লাহ।’ তার পাশে থাকা উচিত।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ