ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমিও মুশফিকের মত খেলতে চাই: ক্রিকেটার ঋদ্ধি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৮:৩৫ পিএম
আমিও মুশফিকের মত খেলতে চাই: ক্রিকেটার ঋদ্ধি

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেন মুশফিকুর রহিম। অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। হয়েছেন ম্যাচসেরা।এখন দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন করছেন রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

ফিল্ডিং অনুশীলন শেষে ক্রিকেটাররা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখনই মুশফিকুর রহিমের সঙ্গে সাক্ষাৎ করতে হাজির এক তরুণী।

তিনি ঋদ্ধি রুপারেল, ভারতীয় নারী ক্রিকেট। সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ নারী ক্রিকেট দলের অধিনায়ক তিনি। নিজে উইকেটরক্ষক ব্যাটার, মুশফিকুর রহিমকে তাই আদর্শ মানেন। আর এ কারণেই নিজের আইডলের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে আসা তার।

মুশফিকের সঙ্গে সাক্ষাৎ শেষে এই নারী ক্রিকেটার বলেন, আমি তাকে (মুশফিকুর) দুই বছর ধরে ফলো করছি। গত বছর আমি বাংলাদেশে গিয়েছিলাম কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলতে। আমি তার সঙ্গে এবং সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তারা কিছু টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিল। তাই তাদের সঙ্গে দেখা করতে পারিনি।

ঋদ্ধি অনুপ্রেরণা পান মুশফিকের ব্যাটিংয়ে। বলেন, আমি তাকে আদর্শ মানি কারণ আমি একজন উইকেটরক্ষক এবং টপ অর্ডার ব্যাটার। তাই শেষ ম্যাচে সে যেভাবে খেলল, আমিও চাই তেমনভাবে খেলতে।

প্রথমদিকে তিনি সময়ে নিয়েছেন, কিন্তু হঠাৎই খেলাটা বদলে দেন। এমনকি যখন একটা ক্যাচ ড্রপ হয় (ক্রুনাল পান্ডিয়ার ক্যাচ ড্রপ), তখনো তার মনোভাব ইতিবাচক ছিল, যোগ করেন ঋদ্ধি।

এদিন ঋদ্ধিকে মুশফিকের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করেন কিছু সাংবাদিক এবং বিসিসিআইয়ের কর্মকর্তা। মুশফিকের সঙ্গে কথা বলার সময় ঋদ্ধির মুখে হাসি লেগে ছিল। আলাপ শেষে ঋদ্ধিকে শুভকামনা জানান মুশফিক।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ