ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০০ বল ক্রিকেটে দল পাননি কোনো বাংলাদেশি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ১০:২২ এএম
১০০ বল ক্রিকেটে দল পাননি কোনো বাংলাদেশি

প্রথম দল পান রশিদ খান। সবার শেষে লুক রাইট। মাঝে নাম ওঠেনি ক্রিস গেইলের মতো ক্রিকেটারের। ঠাঁই হয়নি কোনো বাংলাদেশিরও।

‘দ্য হান্ড্রেড’ তথা ১০০ বলের ক্রিকেটের ড্রাফট হয়েছে রোববার। ১১ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন এই ড্রাফটে।

আট দলের এই টুর্নামেন্টে প্রতি দলে তিনজন বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ আছে। সেই ‘সুযোগে’ জায়গা হয়নি লাসিথ মালিঙ্গা কিংবা কাগিসো রাবাদার মতো পেসারদের।

ইংল্যান্ডের টুর্নামেন্ট কমিটি জানিয়েছে, মোট ৯৬ জন ক্রিকেটার ড্রাফট থেকে নির্বাচিত হয়েছেন। অবিক্রীত থেকে গেছেন ৪৭৪ জন।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের।

অন্য ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।

বাংলাদেশিরা কেউ দল না পেলেও নেপালের ‘শেন ওয়ার্ন’ খ্যাত সন্দীপ লামিচানে ঠিকই দল পেয়েছেন। ১ লাখ পাউন্ডে তাকে নিয়েছে ওভাল ইনভিনজিবলেস।

দল পাওয়ার আরেকটি শেষ সুযোগ আছে অবিক্রীত ক্রিকেটারদের। সামনের গ্রীষ্মে ‘ওয়াইল্ডকার্ড’ নিয়মে প্রতিটি দল খেলোয়াড় যোগ করার একটা সুযোগ পাবে।

ইংল্যান্ডে এই টুর্নামেন্ট শুরু হবে ২০২০ সালের গ্রীষ্মকালীন ছুটিতে-১৭ জুলাই থেকে ১৬ আগস্ট।

লিগ ম্যাচ হবে মোট ৩২টি। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ