ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রিয়ালের পরাজয়ে শীর্ষে বার্সা


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ১০:২৮ এএম
রিয়ালের পরাজয়ে শীর্ষে বার্সা

চলতি লা লিগায় দুর্দান্ত শুরু পাওয়া রিয়াল মাদ্রিদ যেন রীতিমতো উড়ছিল। দলটির অপরাজিত থাকার ধারায় ছেদ ঘটাল পুঁচকে মায়োরকা। জিনেদিন জিদানের দলের এই হারে সুবিধা হয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এই সুযোগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

স্পেনের শীর্ষ লিগের ম্যাচে শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হারে রিয়াল। লড়াইয়ের শুরুতেই দারুণ এক গোলে এগিয়ে যায় স্বাগতিক মায়োরকা। গোলটি আর শোধ করতে পারেনি রিয়াল।

পাল্টা আক্রমণে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে বুলেট গতির আড়াআড়ি শটে জালে বল জড়ান মায়োরকার লাগো জুনিয়র। তার এই গোলই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।

করিম বেনজেমার নৈপুণ্যে ম্যাচে প্রায় সমতা ফিরিয়ে বসেছিল রিয়াল। কিন্তু ফরাসি এই স্ট্রাইকারের জোরালো শটের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার।

ম্যাচের ৭৪তম মিনিটে রাইট-ব্যাক ওদ্রিওসোলা লাল-কার্ড পেয়ে মাঠ ছাড়া হলে দশজনের দলে পরিণত হয় রিয়াল। বাকি সময় একজন কম নিয়ে খেললেও চেষ্টার কমতি ছিল না দলটির। কিন্তু হার এড়ানো যায়নি।

রিয়ালের বিপক্ষে ২০০৯ সালের পর এটাই মায়োরকার প্রথম জয়। স্পেনের সবচেয়ে সফল দলটির বিপক্ষে লিগে ২০০৬ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে জয় পেল দলটি।

এই হারে শীর্ষস্থান থেকে দ্বিতীয়স্থানে অবনমন হয়েছে রিয়ালের। নয় ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে দলটির পয়েন্ট এখন ১৮।

রিয়াল হারায় তাদের টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দিনের শুরুর ম্যাচে এইবারকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা। নয় ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৯।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ