ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির যে কথায় কেঁদেছিলেন দিবালা-ডি মারিয়ারা


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৯, ০৩:৪৭ পিএম আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ০৯:৪৭ এএম
মেসির যে কথায় কেঁদেছিলেন দিবালা-ডি মারিয়ারা

কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিতর্কিতভাবে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। অপ্রত্যাশিত পরাজয়ের পর ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন অধিনায়ক লিওনেল মেসি। যেটা শুনে আর্জেন্টাইন দলের সব সদস্য কান্নায় ভেঙে পড়েন।

সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে আলবিসেলেস্তে উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ব্রাজিলের বিপক্ষে হারের পর চমৎকার সব কথা বলেন মেসি। উনি বলেন, আমরা হয়তো বেশি সময় একসঙ্গে থাকিনি। অনেকে প্রথমবার ডাক পেয়েছে। কিন্তু অল্প দিনের মেলামেশাতেই মনে হচ্ছে বহুদিন ধরে একসঙ্গে আছি। সর্বোপরি- আমাদের একটি দারুণ দল হয়েছে। ভবিষ্যতে আমাদের দেশকে অনেক ভালো সময় উপহার দেবে এ টিম।

ডি মারিয়া বলেন, মেসি বলেছিলেন- আমরা (টুর্নামেন্টের) প্রথম দিন থেকে সবাই একই পথে লড়াই করেছি। জাতীয় দলের জার্সির প্রতি তরুণদের নিবেদন দেখে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। কোপা আমেরিকায় তাদের প্রাপ্যটা আরও বেশি ছিল।

তিনি জানান, মেসি বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে সবাই বিশেষ করে দলের নতুন সদস্যরা কাঁদতে আরম্ভ করে। কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। কেউ কান্না লুকোতে পারেনি। বিশেষ করে তরুণরা। কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

মেসি জাতীয় সংগীত গায় না। বার্সেলোনার হয়ে মাঠে যতটা দেন, আর্জেন্টিনার হয়ে দেন না। এমন অনেক কথা মিডিয়ায় শোনা যায়। কিন্তু এবারের আসরে তাকে অন্যরকম দেখা গেছে বলে জানান ডি মারিয়া। পিএসজি ফরোয়ার্ড বলেন, সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। দলের ভালো মন্দ নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজে কথা বলেছে, প্রতিবাদ করেছে। এমন জাদুকরকেই আমার ভালো লাগে। আমি এমন গোলমেশিনকেই পছন্দ করি।

গেল জুলাইয়ে কোপার সেমিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। এতে দেশের হয়ে বড় কোনো টুর্নামেন্টে জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় মেসি-ডি মারিয়াদের। পরে স্বাগতিক দেশ, রেফারি ও কনমেবলকে ধুয়ে দেন তিনি। ফলে শাস্তিও ভোগ করতে হচ্ছে ছোট ম্যাজিসিয়ানকে।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ