ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে রুখে দিল কিশোরীরা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:০৮ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১২:০৮ পিএম
অস্ট্রেলিয়াকে রুখে দিল কিশোরীরা

আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচটি ছিল নিছক নিয়মক্ষার। তাতে অসাধারণ ফুটবল খেলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। তহুরা খাতুনের নৈপুণ্যে দুইবার এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গোলাম রব্বানী ছোটনের দলকে।

থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে শনিবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে অজি কিশোরীদের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশের কিশোরীরা। জোড়া গোল করেন তহুরা খাতুন।

ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। লম্বা পাসে উল্লাসে মাতানো গোলটি এনে দেন লাল-সবুজদের ১০ নম্বর জার্সিধারী তহুরা। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭৬ মিনিটের মাথায় সমতায় ফেরে অস্ট্রেলিয়া। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে বাংলাদেশের জালে বল জড়ান মিহোসিচ। ফের ব্যবধান তৈরিতে সময় নেয়নি বাংলাদেশ। লিড নেয় পরের মিনিটেই। এবারও লম্বা পাস কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তহুরা।

৮০ মিনিটের মাথায় আবারও সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ডি-বক্সের বাইরে থেকে উঁচু শটে বাংলাদেশের গোলরক্ষক রুপনাকে পরাস্ত করেন পাইগে জোইস। ২-২ গোলের সমতা আসে ম্যাচে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে এবারের আসর শেষ করল বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর জাপানের কাছে ৯-০ ব্যবধানে উড়ে গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ