ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪ পেসার নিয়ে আফগান বদে নামছেন টাইগাররা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৫:৩৯ পিএম
৪ পেসার নিয়ে আফগান বদে নামছেন টাইগাররা

১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ১৮ রানে ২ উইকেট পেলেও ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুতে ব্যাথা পেয়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ক্ষতস্থানে তিনটি সেলাইও দিতে হয়েছে। যে কারণে খেলতে পারবেন না তিনি। 

তাহলে তার বদলে কে? নিশ্চয়ই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন? সাংবাদিকদের এমন প্রশ্নে খানিক চুপ থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, পেসার রুবেল হোসেনের নাম। 

লেগ স্পিনারের জায়গায় পেসার! তার মানে মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান আর শফিউল ইসলাম নিয়ে একাদশে মোট চার পেসার? ঘরের মাঠে আফগানিস্তানের সাথে চার পেসার নিয়ে মাঠে নামা? মেলানো কঠিন বৈকি!

খানিক বিস্ময়ও জাগছে নিশ্চয়ই। কারণ খুঁজে বেড়াচ্ছেন হয়তো। তাহলে শুনুন। প্রথম কারণ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যার ঠিক এক ঘন্টা পর থেকে প্রচুর শিশির পড়ে। যত সময় গড়াতে থাকে, শিশির পড়ার মাত্রা ততই বাড়ে। আর শিশিরে মাঠ বা আউটফিল্ড ভিজে যাওয়া মানেই স্পিনারদের বল ধরায় সমস্যা। সেখানে সাকিবের সাথে আরেক স্পিনার খেলানোর চেয়ে বাড়তি পেসার খেলানোকে যুক্তিযুক্ত মনে করছে টিম ম্যানেজমেন্ট। নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাখ্যাও অনেকটা তা-ই।

পিচে স্পিনারদের জন্য কিছুই নেই। সন্ধ্যার পর থেকে বল স্কিড করে। পেসাররা বরং একটু সাহায্য সহযোগিতা পায়। গত কয়েক দিনে ক্রিস্টোফার এমপফু, শফিউল ইসলাম বা কাইল জারভিস- এই পেসাররাই তুলনামূলক সফল হয়েছেন। তাই বাড়তি পেসার নিয়ে খেলার চিন্তা। তারপরও দেশের মাটিতে চার পেসার খেলানো! কিছুটা অস্বাভাবিকই। পেস বোলার ছাড়া টেস্ট খেলার মতই বিস্ময়কর!

সম্ভাব্য একাদশ :
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ