ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাইগার স্কোয়াডে ডাক পাওয়া কে এই নাঈম শেখ?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:০৩ পিএম আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১০:০৩ এএম
টাইগার স্কোয়াডে ডাক পাওয়া কে এই নাঈম শেখ?

সৌম্য সরকারের ব্যর্থতায় টাইগারদের পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ নাঈম শেখ। কিন্তু কে এই নাঈম শেখ? হঠাৎ কেন বাংলাদেশের স্কোয়াডে।

বর্তমান সময়ে যেকজন তরুণ ক্রিকেটার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ডরহীন একজন ক্রিকেটারের নাম নাঈম শেখ। যার প্রিয় ক্রিকেটার লঙ্কান গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তার স্বপ্ন বাংলাদেশের সাঙ্গা হওয়া।

যদিও নাঈম শেখের ক্রিকেটার হয়ে ওঠা খুব বেশি দিনের নয়। ৪ বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে ফরিদপুর জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাবে ভর্তি হন। ফরিদপুর জেলার হয়ে সর্বোচ্চ রান করার পর এক বছর আগে ঢাকা বিভাগের হয়ে খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন নাঈম। শুধু তাই নয়, ২০১৬ সালে চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও হন তিনি। আর তাতেই আর তাকতে হয়নি পেছনে। এরপর সরাসরি সুযোগ আসে অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে ভালো খেলার পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডে যান বিশ্বকাপ খেলতে। দারুণ পারফর্ম করার পর পরবর্তী ২০১৮ ঢাকা প্রিমিয়ার লীগে তাকে দলে নেয় লিজেন্ড অব রুপগঞ্জ। তখন ৫৫৬ রান তুলেন এই মারকাটারি ব্যাটসম্যান।

এরপরের আসরেও আবারো তাকে রিটেইন করে রুপ গঞ্জ। আস্থার প্রতিদানটা দিয়েছেন দারুণভাবে। রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে জায়গা করে নেন ৮০৭ রান করা এই ব্যাটসম্যান। করেন ৩ টি শতক আর ৫ টি অর্ধশতক।

ঘরোয়া লীগে এমন পারফর্মের পর ডাক পান এইচপি ও এ দলেও। আফগানদের বিপক্ষে এ দলের সিরিজে শেষ ওয়ানডেতে খেলেন ১২৬ রানের দারুন এ ইনিংস। কিন্তু শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তেমন পারফর্ম না করতে পারায় পিছিয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে চট্রগ্রাম পর্বের দুই ম্যাচে ডাক পেয়েছেন এই ওপেনার। ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি টি-টোয়েন্টিতে বিসিবি একাদশের হয়ে ১৪ বলে ২৩ রান করেছিলেন নাঈম। সবকিছু ঠিক থাকলে চট্রগ্রামের মাঠেই অভিষেক হতে পারে এই তরুণের।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ