ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টোকস বন্দনায় বিশ্ব ক্রিকেট


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১২:৫২ পিএম
স্টোকস বন্দনায় বিশ্ব ক্রিকেট

রোববার লিডসে যা দেখালেন বেন স্টোকস হয়তো নিজের কাছেও তা অবিশ্বাস্য। যে কারণে বিশ্ববাসী মেতেছে তার বন্দনায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দখল করে নিয়েছেন ইংলিশ তারকা। আশ্চর্যের বিষয় হচ্ছে, স্বয়ং প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়াই স্টোকসকে জানিয়েছেন প্রাণঢালা অভিনন্দন, ‘সবচেয়ে নাটকীয় টেস্ট ক্রিকেট। টুপিখোলা অভিনন্দন বেন স্টোকস ও ইংল্যান্ড ক্রিকেটকে দুর্দান্ত খেলে সিরিজে ১-১ সমতা আনার জন্য।’ 

শুধু ক্রিকেট অস্ট্রেলিয়াই নয় মাঠের সঙ্গী ব্রড নিজেও বুঝে উঠতে পারছেন না স্টোক কি ঘটনা ঘটালো। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না কী দেখলাম।’ একটু পরে স্টোকসের একটি ছবি দেখিয়ে ব্রড জানালেন, তাঁর ধারণা স্টোকসও জানেন না কী করেছেন একটু আগে, ‘আমি নিশ্চিত না স্টোকস নিজেও জানে সে কী করেছে!’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির অবশ্য বুঝতে কোনো অসুবিধা হয়নি স্টোকস কী করেছেন, ‘স্টোকস, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস।’ স্টোকসের এই ইনিংসকে প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং, ‘অ্যাশেজে অবিশ্বাস্য দৃশ্য। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না স্টোকস তুমি ব্যাট হাতে কী করেছ। তোমায় টুপিখোলা অভিনন্দন।’ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা কোচ টম মুডি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলে টুইট করেছেন, ‘কী দুর্দান্ত ইনিংসটাই না খেলেছেন স্টোকস। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস।’

স্টোকসের ইনিংস যে ইতিহাস জায়গা করে নিচ্ছে, সেটা নিশ্চিত করেছে জেফরি বয়কট। সাবেক ইংলিশ ওপেনার লিখেছেন, ‘আমি জীবনে বেশ কিছু অসাধারণ মুহূর্ত দেখেছি, কিন্তু ৫০ বছরেরও বেশি সময়ে এটাই সেরা, স্টোকস। অ্যাশেজ বাঁচিয়ে দিলে এবং জাদুকরি উদ্দীপনাময় এক ইনিংস খেললে। বিশ্বকাপের চেয়েও সেরা পারফরম্যান্স ছিল এটি। দারুণ!’

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ