ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শচিনের রেকর্ড কোনোদিন ভাঙতে পারবে না কোহলি: শেবাগ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৫:৩৩ পিএম আপডেট: আগস্ট ২৪, ২০১৯, ১১:৩৩ এএম
শচিনের রেকর্ড কোনোদিন ভাঙতে পারবে না কোহলি: শেবাগ

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান। ইতোমধ্যেই তার ব্যাটে ভেঙেছে অনেক রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, কিংবদন্তি শচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার তিনি৷ কিন্তু শচিনের একটি রেকর্ড বিরাট কোহলির পক্ষে ভাঙা সম্ভব হবে না বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেঞ্চুরি অফ সেঞ্চুরিজ’-এর মালিক শচিন। টেস্টে ৫১টি এবং ওয়ানডে ক্রিকেটে ৪৯টি শতরান এসেছে লিটল মাস্টারের ব্যাট থেকে। তবে ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানও মাস্টার ব্লাস্টারের দখলে। আগামী দিনে শচিনের এই রেকর্ড বিরাট ভেঙে ফেলতে পারেন বলেন মনে করেন অনেকেই।

তবে শচিনের সব রেকর্ডে ভেঙে ফেললেও বিরাটের পক্ষে সাবেক ব্যাটসম্যানের ২০০টি টেস্ট খেলার রেকর্ডে ভাঙা সম্ভব হবে না বলেই মনে করেন শেবাগ। জুন, ২০১১ কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কোহলির। ৮ বছরেরে টেস্ট ক্যারিয়ারে ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট। ২৫টি সেঞ্চুরি-সহ ৬,৬১৩ রান এসেছে কোহলির ব্যাট থেকে৷ কিন্তু সচিনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড অক্ষত থাকবে বলেই মনে করেন নজফগড়ের নবাব।

২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বহু রেকর্ড শচিনের ব্যাটে ভেঙে চুরমার হয়ে গেছে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার নজির কেউ কোন দিন করতে পারবে না বলে মনে করেন বীরু৷

তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট৷ যেভাবে ও সেঞ্চুরি ও রান করে যাচ্ছে, তাতে আমি নিশ্চিত ও শচিনের অনেক রেকর্ডই ভেঙে ফেলবে৷ কিন্তু শচিনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড বিরাট কেন, কেউ ভাঙতে পারবে না বলে আমি মনে করি৷’ শচিনের পর সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড রয়েছেসাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের৷ ১৬৮টি টেস্ট খেলেছেন ‘পন্টার’।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ