ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি-২০: প্রথমে ১৩ ছক্কায় সেঞ্চুরি, পরে ৪ ওভারে ৮ উইকেট


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১২:৪৩ পিএম আপডেট: আগস্ট ২৪, ২০১৯, ১২:৪৭ পিএম
টি-২০: প্রথমে ১৩ ছক্কায় সেঞ্চুরি, পরে ৪ ওভারে ৮ উইকেট

ইতোমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম। এবার ভারতের আরেকটি জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট কর্নাটক প্রিমিয়ার লিগে ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

জনপ্রিয় টুর্নামেন্টের শুক্রবারের ম্যাচে ৫৬ বলে ১৩৪ রান তুলেন কৃষ্ণাপ্পা। যাতে ১৩ টি ছক্কা এবং ৭টি চারের মার ছিল। পরবর্তীতে বল হাতেও ৪ ওভারে ৮ উইকেট তুলে দেখান চমক। মূলত তার হাত ধরে বড় জয় পায় দল।

ম্যাচটির দ্বিতীয় ইনিংসের তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়িয়েছিলেন তার প্রতিপক্ষ টিম শিমোগার দুই ব্যাটসম্যান অক্ষয় বাল্লাল এবং পবন দেশপান্ডে। দুজন মিলে ৬০ বলে গড়েন ৯৬ রানের জুটি। এরপরই তাদের ইনিংসে আসে কৃষ্ণাপ্পা ঝড়।

দ্বাদশ ওভারে নিজের দ্বিতীয় ওভার নিয়ে আসেন কৃষ্ণাপ্পা। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটসম্যান বাল্লালকে ফিরিয়ে শুরু করেন তাণ্ডব। এরপর তৃতীয় ও চতুর্থ বলে অভিমান্যু মিথুন এবং দেশপান্ডেকে সাজঘরে পাঠিয়ে পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

নিজের পরের ওভারে অল্পের জন্য দ্বিতীয় হ্যাটট্রিক হাতছাড়া হয় তার। ১৪তম ওভারে বোলিং করতে এসে ৪ বলের ব্যবধানে আরও ৩ উইকেট নেন তিনি। আর নিজের শেষ ওভারের প্রথম বলে ১ উইকেট নিয়ে ৮ উইকেট পূরণ করেন কৃষ্ণাপ্পা।

একপর্যায়ে ২ উইকেটে ১০৬ রান থেকে চোখের পলকে ১৩৩ রানে গুটিয়ে যায় শিমোগা। কৃষ্ণাপ্পার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১৫-৮ আর ম্যাচে তার পারফরম্যান্স ৫৬ বলে অপরাজিত ১৩৪ এবং ১৫ রানে ৮ উইকেট।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ