ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিরে এসো আমির, শোয়েবের আকুতি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ১২:৪৪ পিএম
ফিরে এসো আমির, শোয়েবের আকুতি

দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের পরই দীর্ঘ পরিসরের টেস্ট থেকে অবসর নেন পাকিস্তানের পেস সেনসেশনের অন্যতম তারকা মোহাম্মদ আমির। এরপরই গুঞ্জন উঠে ইংল্যান্ডের জার্সিতে খেলার তাগিদে এমনটা করেন তিনি। যদিও আমির ও তার স্ত্রী বলছেন ভিন্ন কথা। তাদের বক্তব্য, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে বেশি মনোযোগ দেওয়ার নিমিত্তে এমনটা করেছেন তিনি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের আগে আমিরের এমন কাণ্ডে অবাক হয়েছেন বিশ্বের সাবেক বর্তমান অনেক ক্রিকেটের। বিশ্ব টেস্টকে পুনরাজ্জীবিত করার লক্ষ্যে আইসিসি যে উদ্যোগ নিয়েছে তাতে সবাই স্বাগত জানালেও আমির উল্টো পথে হাঁটেন। যে কারণে তাকে ফিরে আসার অনুরোধ জানান স্বদেশি সাবেক পেসার শোয়েব আখতার। 

ইউটিউবে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, 'আমিরের উচিত হবে অবসরের ঘোষণা প্রত্যাহার করে পাকিস্তানের হয়ে মাঠে নামা। কারণ দেশটির তার মতো খেলোয়াড়ের প্রয়োজন। আমার বিশ্বাস ও হচ্ছে একমাত্র খেলোয়াড় যে দেশের হয়ে পারফর্মেন্স দেখিয়ে নিজেকে কিংবদন্তির আসনে বসাতে পারে। কাউন্টি ক্রিকেট খেলে কেউ স্মরণীয় হয়নি।'

এমন এক সময় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই মন্তব্য আসল, যখন আমির কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচে কেন্টকে হারায় তার দল। শোয়েবের মতে, নিজ দেশের জন্যও তার একই রকম পারফর্মেন্স করা উচিত। হতাশা প্রকাশ করে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন, 'এটি খারাপ একটি দৃষ্টান্তে পরিণত হবে। তিনি উদাহারণ টেনে বলেন, মোহাম্মদ আমিরের এই সিদ্বান্ত অনুসরণ করতে পারেন হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও জুনাঈদ খান। পাকিস্তান দলে কি ঘটছে আমি বুঝতে পারছি না।'

তিনি বলেন, 'গোটা বিশ্ব জুড়েই ক্রিকেট বোর্ডগুলো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করছে। ওয়েস্ট ইন্ডিজের কথাই ধরুন। বিশ্বসেরা হবার সব ধরনের উপাদান তাদের মজুদ আছে। কিন্তু খেলোয়াড় ও বোর্ডের মধ্যে চুক্তিগত জটিলতার কারণে সামনের সারির অনেক খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি দলের দিকে ঝুঁকছে। এমন ঘটনা ঘটতেই থাকবে যতদিন না কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি ক্রিকেটারেরই অধিকার রয়েছে নিজের ইচ্ছা ও ক্যারিয়ার নিয়ে ভাবার। তারা টেস্ট খেলে তাই রোমাঞ্চ অনুভব করে না। এখনই এটার সুরাহা না হলে অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেট সেরা মেধাবীদের হারাবে।'

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ