ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ভারত, ইঙ্গিত দিলেন কোহলি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৩:৫৫ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৯, ০৯:৫৫ এএম
কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ভারত, ইঙ্গিত দিলেন কোহলি

বুধবার এক অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, টেস্ট ক্রিকেট মানেই চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জিংয়ের মাঝে বাড়তি উত্তেজনা যোগ করেছে টেস্ট চ্যাম্পিয়নশীপ। আর বৃহস্পতিবার টেস্ট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। অ্যান্টিগায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। 

প্রায় আট মাস পরে সাদা জার্সি পরে দেখা যাবে বিরাট কোহলিদের। এবার সেই জার্সিতে থাকবে নাম ও নম্বর। বুধবার থেকে সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উত্সুক হয়ে রয়েছে ভারতের প্রথম একাদশ কেমন হয় দেখার জন্য।

ভারত অধিনায়ক বিরাট কোহলি বরাবরই পাঁচ বোলার নিয়ে খেলতে নামার পক্ষে। তিনি মনে করেন, টেস্ট জিততে ২০ উইকেট নেওয়াই আসল মন্ত্র। এবার হয়তো সেই পরিকল্পনা থেকে সরতে হচ্ছে তাকে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা পিচ এখনও দেখতে পাইনি। ম্যাচ শুরুর আগে পিচ দেখলে তিন পেসার ও এক স্পিনার বা দুই পেসার ও দুই স্পিনার খেলানো ছাড়া উপায় থাকেনা।’ অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শেষবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। সেই ম্যাচে ক্যারিবিয়ান পেসারদের দাপটে উড়ে গিয়েছিল রুটরা। সেই কারণেই হয়তো একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাইছে কোহলি।

রোহিত শর্মাকে এই টেস্ট সিরিজে দলে নেওয়া হয়েছে। বাড়তি ব্যাটসম্যান খেলালে তাকেই মিডল অর্ডারে নামাতে পারে দল। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াতে সিরিজ জয়, বুধবার টেস্ট খেলতে নামার আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘পার্থে হার থেকে শিক্ষা নিয়ে দল যে ভাবে ঘুরে দাঁড়ায় এবং সিরিজ জিতে নেয় তা প্রশংসার দাবি রাখে। টেস্ট ক্রিকেট মানেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। আর সেটা যে দল যত তাড়াতাড়ি করতে পারে সেই টেস্ট জেতার দিকে এগিয়ে থাকে।’ দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১২০ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ থাকবে ভারতের কাছে।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ