ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম দিনে লঙ্কান বোলারদের দাপট, চাপে নিউজিল্যান্ড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৫:৩০ পিএম আপডেট: আগস্ট ১৪, ২০১৯, ০৫:৩৪ পিএম
প্রথম দিনে লঙ্কান বোলারদের দাপট, চাপে নিউজিল্যান্ড

দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। হোম অ্যাডভান্টেজটা ভালোভাবেই কাজে লাগিয়েছে লঙ্কানরা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেন উইলিয়ামসনের দল। আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে দলীয় ৭১ রানের মাথায়ই রাভাল, লাথাম ও কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বসে কিউইরা। এরপরই আসে দলের সেরা জুটি। টেইলর আর নিকোলস শতরানের জুটি উপহার দেন।

এরপরও ১৭৯ রানের মাথায় ৫টি উইকেট হারিয়ে বসে তারা। আকিলা ধনঞ্জয়া একাই নিয়েছেন সবকটি উইকেট। উদ্বোধনী জুটিতে ৬৪ রানের জুটি গড়েন জিত রাভাল এবং টম লাথাম। ২৭তম ওভারের তৃতীয় বলে টম লাথামকে উইকেটের পেছনে ডিকভেলার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ধনঞ্জয়া। ৩০ রানে আউট হন লাথাম।

দুই বল বিরতি দিয়ে একই ওভারে ধনঞ্জয়া তুলে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসের উইকেটও। শর্ট মিডউকেটে দিমুথ করুনারত্নে হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কেন উইলিয়ামসন। ৩ ওভার বিরতি দিয়ে, ৩১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭১ রানের মাথায় জিত রাভালকেও তুলে নেন ধনঞ্জয়া। ৮৩ বলে ৩৩ রান করে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিত রাভাল।

এরপরই প্রতিরোধ গড়ে দাঁড়ান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর এবং হেনরি নিকোলাস। দু’জনের ব্যাট থেকে আসে বরাবর ১০০ রানের জুটি। ১৭১ রানের মাথায় আবারও আকিলা ধনঞ্জয়া আঘাত হানেন। এবার ৭৮ বলে ৪২ রান করে ধনঞ্জয়ার বলে এলবিডব্লিউর শিকার হন নিকোলস। বিজে ওয়াটলিং মাঠে নেমেই বিদায় নেন। ১ রান করেই আকিলার বলে এলবিডব্লিউর শিকার হন তিনি।

১৭৯ রানে ৫ উইকেট পড়ার পর নিউজিল্যান্ডকে টেনে নেয়ার চেষ্টা করেন রস টেলর আর মিচেল স্যান্টনার। ৬৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করলে হানা দেয় বৃষ্টি। দিনের এখনো ২২ ওভার বাকি থাকলেও ঝড়ো বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় প্রথম দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা। ১৩১ বলে ৮৬ রান করে অপরাজিত আছেন টেইলর। অন্যদিকে স্যান্টনার ব্যাট করছেন ৮ রানে।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ