ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের কোচ হচ্ছেন যিনি?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ১০:০১ পিএম আপডেট: জুলাই ২২, ২০১৯, ১০:০৯ পিএম
ভারতের কোচ হচ্ছেন যিনি?

রবী শাস্ত্রীর অধীনে ভালোই করছিল ভারত। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। গ্রুপ পর্বের ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। শেষ চারে গিয়ে অবশ্য খেই হারিয়ে ফেলে কোহলির দল। কিউইদের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

ভারতের কাছেও শিরোপা জিততে না পারাটা মানে ব্যর্থতা। যার সব দায়ভারই পড়ে কোচিং স্টাফদের উপর। আর তাই তো ভারতীয় ক্রিকেট টিমের কোচ পদে নতুন করে আবেদন গ্রহণ করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর কোচ নির্বাচন কমিটির প্রধান করা হয়েছে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবকে।

লোভনীয় চাকরি। সাবেক ক্রিকেটারদের অনেকেই ভারতের কোচ হতে আগ্রহী। এর মধ্যে আছেন মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান এই কিংবদন্তি হেড কোচ হওয়ার জন্য নাকি আবেদনও করেছেন।

ভারতে এর আগেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে জয়াবর্ধনের। তবে সেটা আইপিএলে। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। জয়াবর্ধনে কোচ হওয়ার পর তিন মৌসুমের মধ্যে দুটি শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

'ফিনাসিয়াল এক্সপ্রেস'-এর রিপোর্টে এসেছে, ‘ভারতীয় হেড কোচের পদে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের মধ্যে আছেন গ্যারি কারস্টেন, মাহেলা জয়াবর্ধনে এবং টম মুডি।

জয়াবর্ধনে কোচ হলে রোহিত শর্মার সঙ্গে তার জুটিটাও ভীষণ জমবে। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক এই রোহিত শর্মা। জাতীয় দলে বিরাট কোহলি অধিনায়ক, রোহিত সহ-অধিনায়ক। তিনজন মিলে ভারতীয় দলকে এগিয়ে নিতে পারবেন নিঃসন্দেহে।

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের সফল কোচ টম মুডিও কোচ হওয়ার বড় দাবিদার। গত সপ্তাহে তাকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স। তাই মুডি ভারতীয় দলের কোচ হতে ভীষণ আগ্রহী।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ