ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবের সঙ্গে তুলনায় নারাজ তাইজুল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৮:৫১ পিএম আপডেট: জুলাই ২১, ২০১৯, ০৯:০৪ পিএম
সাকিবের সঙ্গে তুলনায় নারাজ তাইজুল

দ্বাদশ বিশ্বকাপ বৃথা যায় বাংলাদেশের। শক্তিশালী দল নিয়ে ইংল্যান্ড গিয়েও কাজের কাজ কিছুই হয়নি টাইগারদের। ৮ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পায় মাশরাফির দল। তাই বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলতে শ্রীলঙ্কা সফর বেছে নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলতে টাইগার শিবিরের একাংশ পৌঁছে গেছে কলম্বো।

সফরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কতটা পেরে উঠবে বাংলাদেশ তা দেখার অপেক্ষায়। কারণ দলের সঙ্গে যাননি বেশ কয়েকটি অভিজ্ঞ মুখ। ইনজুরির কারণে যাওয়া হয়নি মাশরাফি-সাইফউদ্দিনের। ছুটিতে সাকিব-লিটন। সব মিলিয়ে একটা চাপে থাকবে সফরকারী টিম।

টাইগার টিমে অভিজ্ঞদের অনুপস্থিতি থাকলেও নিজেদের দূর্বল ভাবতে নারাজ স্পিনার তাইজুল ইসলাম। তার মতে, দলে নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন না থাকলেও সবাই বেশ ভালো অবস্থানেই রয়েছে।

রোববার কলম্বোয় প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে তাইজুল বলেন, ‘আমাদের দল এখন অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে। আমরা মোটেও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে নেই।  এখানে আসলে যারা ভালো খেলবে, তাদের পক্ষেই রেজাল্টটা যাবে। তাই আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।’

বাংলাদেশের ভালো কিছু করার বড় একটা দায়িত্ব থাকবে খোদ তাইজুলেরই কাঁধে। কারণ ১৪ সদস্যের স্কোয়াডে তিনিই একমাত্র বাঁহাতি স্পিনার। যাকে পূরণ করতে হবে বোলার সাকিবের জায়গাটা। ভারতের কর্নাটোকে বেশ ভালো বোলিং করে আসা তাইজুল নিজেকে সাকিবের পরিবর্তিত খেলোয়াড় মানতে রাজি নন।

তবে সুযোগ পেলে সাকিবের জায়গায় ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন বাঁহাতি এ স্পিনার। তিনি বলেন, ‘আসলে এটার (সাকিবের পরিবর্তে আসা) সঙ্গে আমি একমত নই। সাকিব ভাইয়ের পরিবর্তে আমি আসি না। আপনি ওইভাবে দেখলে বুঝবেন। সাকিব ভাই দুই জায়গায়ই (ব্যাটিং-বোলিং) পারফর্ম করেন। উনি বিশ্বসেরা র‌্যাংকিংয়ে রয়েছেন। আমি চেষ্টা করবো, যদি ম্যাচ খেলি আল্লাহর রহমতে উনার জায়গায় ভালো কিছু করার।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ