ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বিপিএল: যে ৩০ বিদেশিকে নিয়ে রিউমার রটেছে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৭:৩৩ পিএম আপডেট: জুলাই ২১, ২০১৯, ০৭:৩৭ পিএম
বিপিএল: যে ৩০ বিদেশিকে নিয়ে রিউমার রটেছে

বরাবরই নভেম্বর-ডিসেম্বরে হয়ে আসছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে গেল বছর ওই সময়ে হয়নি। সময় পিছিয়ে তা হয় চলতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। তবে সূচি ঠিক রাখার জন্য এ বছরই হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শেখ সোহেল জানান, সব ঠিক থাকলে এবারের বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। অর্থাৎ এক বছরেই হতে যাচ্ছে দুই বিপিএল।

বিপিএলে ফের ফিরতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম তিন আসরে বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। তবে নানা কারণে গেল তিন আসরে এ অনুষ্ঠান হয়নি। এবার আবার উদ্বোধনী অনুষ্ঠানের দেখা মিলতে পারে।

যাই হোক, আসন্ন আসরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিদেশি প্লেয়ারদের সঙ্গে চুক্তির কাজ সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। সে ধারাবাহিকতায় বিপিএলের সপ্তম আসরের জন্য ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস। সর্বোচ্চসংখ্যক শিরোপাজয়ী ফ্রাঞ্চাইজিটি আরো ভিড়িয়েছেন শেন ওয়াটাসনকে। অন্যদিকে সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনি খেলবেন রাজশাহী কিংসে।

সে আর যাই হোক, নতুন আসর উপলক্ষ্যে এখন পর্যন্ত তিন-চার জনকে দলে ভিড়ানোর চূড়ান্ত তথ্য পাওয়া গেলেও রিউমার রটেছে অন্তত ৩০ জন বিদেশিকে নিয়ে। চলুন দেখে নেওয়া যাক তারা কারা এবং কোন দল তাদের ডাকতে পারে।

ঢাকা ডায়নামাইটস:
১. ইয়ন মরগান (চূড়ান্ত)
২. আন্দ্রে রাসেল
৩. মিচেল স্টার্ক 
৪. ডেভিড মিলার

রংপুর রাইডার্স:
১. বেন স্টোকস
২. এলেক্স হেলস
৩. রাইলে রুশো
৪. এবি ডি ভিলিয়ার্স
৫. মোহাম্মদ নবী

সিলেট সিক্সার্স:
১. জেসন রয়
২. ডেভিড ওয়ার্নার 
৩. নিকোলাস পুরান
৪. মেট হেনরি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
১. স্টিভ স্মিথ 
২. গ্লেন ম্যাক্সওয়েল
৩. ইভেন লুইস
৪. শোয়েব মালিক

রাজশাহী কিংস:
১. জেপি ডুমিনি (চূড়ান্ত)
২. মো. হাফিজ
৫. মার্টিন গাপটিল
৬. ল্যারি ইভান্স 
৭. পোলার্ড

খুলনা টাইটান্স:
১. শেন ওয়াটসন (চূড়ান্ত) 
২. কার্লোস ব্রাথয়েট
৩. জফরা আর্চার
৪. ইমরান তাহির
৫. মালিঙ্গা 
৬. জিমি নিশাম

চিটাগং ভাইকিংস:
১. এ্যারন ফিঞ্চ ছাড়া আর কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এসব নাম কেবল রিউমারের অংশবিশেষ।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ