ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনালদোর কথায় পটে যান ডি লিট!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৩:০০ পিএম আপডেট: জুলাই ২০, ২০১৯, ০৩:০৬ পিএম
রোনালদোর কথায় পটে যান ডি লিট!

ডি লিটকে নিয়ে বিশ্বের নামিদামি ক্লাবগুলোর টানাটানি সমাপ্ত হলো। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সকে সেমিতে তোলার অন্যতম কান্ডারি ম্যাথিস ডি লিটকে শেষ পর্যন্ত জুভেন্টাসই পেয়েছে। খালি হাতে ফিরেছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির মতো ক্লাবগুলো। উয়েফা নেশনস লিগের ফাইনালে খোদ ক্রিস্টিয়ানো রোনালদো ডি লিটকে ডেকে জুভেন্টাসে আসার নিমন্ত্রণ করেছিলেন। এত দিন পর ডি লিট বললেন, রোনালদোর মতো তারকার কাছ থেকে নিমন্ত্রণ পেতে তার বেশ লেগেছিল।

যদিও নিজের জুভেন্টাসে আসার পেছনে রোনালদোর নিমন্ত্রণই মূল ভূমিকা পালন করেছে, এমনটা বেমালুম অস্বীকার করেছেন ডি লিট, ‘নেশনস লিগের ফাইনাল হওয়ার কিছুদিন আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না কোথায় যাব। ভেবেছিলাম, ফাইনালটা শেষ হোক, কয়েক দিন ছুটি কাটাই, তারপর না হয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে নেশনস লিগের ফাইনাল যে দিন হয়, আমি তত দিনে নিশ্চিত ছিলাম যে আমি জুভেন্টাসেই যাচ্ছি। তাই ম্যাচের পর রোনালদোর সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে, আমার জুভেন্টাসে যোগ দেওয়ার সিদ্ধান্তের পেছনে সে আলাপের কোনো প্রভাব নেই।  হ্যাঁ, এটা মানতে সমস্যা নেই যে রোনালদোর কথাগুলো শুনে অনেক ভালো লেগেছিল আমার।’

জুভেন্টাসের খেলোয়াড় হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ডি লিট। যুগ যুগ ধরে বিশ্বমানের ডিফেন্ডার খেলানোর ক্ষেত্রে জুভেন্টাসের জুড়ি নেই। ক্লদিও জেন্টাইল, গায়েতানো চিরেয়া, ফ্যাবিও ক্যানাভারো থেকে শুরু করে এই যুগে আন্দ্রেয়া বারজাগলি, লিওনার্দো বোনুচ্চি ও জর্জো কিয়েল্লিনি—বহু বিশ্বসেরা ডিফেন্ডার খেলে গেছেন এ ক্লাবে। সেই তালিকায় এবার নাম লেখালেন ডাচ তারকা ডি লিটও।

কিয়েল্লিনি, বোনুচ্চি, বারজাগলি-ত্রয়ী বহু বছর ধরে খেলে যাচ্ছেন জুভেন্টাসের হয়ে, বুড়ো হয়েছেন। গত মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবসর নিয়ে নিয়েছেন বারজাগলি। জুভেন্টাসের তাই আদর্শ একজন ডিফেন্ডারের বড় দরকার ছিল। সে লক্ষ্যেই মূলত ডি লিটকে নিয়ে আসা। শুধু জুভেন্টাসই নয়, ইতালি দেশটাই যেন ভালো ডিফেন্ডারদের স্বর্গরাজ্য। রক্ষণভাগের জটিল কৌশলগুলো শিখে নিতে সিরি আ তে খেলার বিকল্প নেই। আর সে কারণেই জুভেন্টাসে এসেছেন ডি লিট, ‘আমি এখানে এসেছি কেননা ঐতিহ্যগতভাবে ইতালি ডিফেন্ডারদের জন্য অনেক ভালো একটা জায়গা। জুভেন্টাসে যোগ দেওয়া আমার ক্যারিয়ারের অনেক বড় একটা ধাপ।’

ছোটবেলা থেকেই জুভেন্টাসের ভক্ত ছিলেন ডি লিট, সংবাদ সম্মেলনে এটাও জানিয়েছেন তিনি, ‘আমার বয়স যখন ছয় কি সাত, তখন জুভেন্টাসে ফ্যাবিও ক্যানাভারো (বিশ্বকাপজয়ী সাবেক ইতালিয়ান ডিফেন্ডার) খেলতেন। তাকে অনেক পছন্দ করতাম আমি। তার জার্সি কিনে ছবি তুলেছিলাম।’

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ