ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইচ্ছে করে করিনি, ক্ষমা চাই: বোল্ট


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৮:৩৮ পিএম আপডেট: জুলাই ১৯, ২০১৯, ০৮:৫৫ পিএম
ইচ্ছে করে করিনি, ক্ষমা চাই: বোল্ট

বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাউন্ডারি গণনায় শিরোপা হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের। স্বপ্নের শিরোপার এত কাছে গিয়েও বিশ্বকাপ জেতা হলো না কিউইদের। বিশ্বকাপ না জিততে পারায় অনুশোচনায় ভুগছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

১৪ জুলাই লর্ডসের ফাইনালকে বলা হচ্ছে ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচ। ওই ম্যাচের শিহরণ ক্রিকেটপ্রেমীদের মনে বহুকাল থাকবে। কিন্তু বোল্টদের মনে যে দাগ কেটে গেছে সেই দাগ কবে মুছবে সেটা এখনই বলা যাচ্ছেনা।

বোল্ট জানান, শেষ ওভারে মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে সীমানার বাইরে চলে যাওয়ার পর বিতর্কিত সেই 'ছয়' রান প্রতিনিয়ত তাকে বিদ্ধ করে চলেছে।

এই ছয়রানই শুধু নয়, ইংল্যান্ডের প্রয়োজন তখন ৯ বলে ২২ রান। ঠিক সেই সময় উড়িয়ে মারতে গিয়ে বোল্টের হাতে ধরা পড়েন স্টোকস। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় পা লেগে যায় বাউন্ডারিতে।  

স্টোকসের ওই ক্যাচের জন্য সব দায় নিজের কাঁধে নিয়ে বোল্ট বলেন, 'ম্যাচের এমন অবস্থায় এমন একটি ক্যাচ মিস করলে সমালোচনা হওয়াটা তো স্বাভাবিক। বাউন্ডারির দড়িটা কোথায় সেটা মাথায় না থাকা অবশ্যই সম্পূর্ণ আমার ভুল। তবে ছোট ছোট কিছু বিষয়ের কথা ভেবে অবাকই লাগছে, কীভাবে বিষয়গুলো ম্যাচকে অন্য এক জায়গায় নিয়ে গেল। তবে শেষ ওভারটা কোনোভাবেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না। যেভাবে হোক এই প্রথম আমি মাটিতে গড়ানো শটে ছয় খেলাম। স্কোর লেবেল দেখার পরও হেরে যাওয়াটা সত্যিই অদ্ভুত!'

এমন কঠিন অবস্থায় যারা তাদের সমর্থন জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ বোল্ট, 'আমরা প্রায় ১৫ ঘণ্টার মতো বিমানে ছিলাম। তখন অনেক কিউই আমাদের কাছে এসে বলেছে যে, তারা আমাদের পাশে আছে। আমি সত্যিই জানি না তাদের উদ্দেশে কী বলা উচিত। শিরোপা হারানোর যন্ত্রণা অবশ্যই আমাদের সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। তারপরও সবার আশা ভেঙে দেওয়ার জন্য ক্ষমা চাই।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ