ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমি এখনও রোল মডেল হতে পারিনি: নেইমার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৩:০৯ পিএম আপডেট: জুলাই ১৬, ২০১৯, ০৩:১২ পিএম
আমি এখনও রোল মডেল হতে পারিনি: নেইমার

নেইমার সত্যিই কি বার্সেলোনায় ফিরতে চান? সম্প্রতি তার দুটি কাজ সেই গুঞ্জনকে আরও বাড়িয়েছে। যেখানে বার্সেলোনার সঙ্গে নিজের সম্পর্কের শেকড় এখনো গোপনে লালন করছেন বলেই মনে হয়েছে। এর চেয়ে আর স্পষ্ট করে বলার কিছু থাকে না। নেইমার বার্সেলোনায় ফিরতে চান কি না, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই এখনো বলেননি। তা বলার মতো অবস্থায় তিনি নেইও। তবে চলমান গুঞ্জনকে আরও উসকে দেওয়ার মতো কাজ করেই চলেছেন নেইমার।

কাল নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন। সম্ভবত কোনো বিমানবন্দরে চলতি পথে দেয়ালে নিজের ছবি দেখে নেইমার নিজেই তা মুঠোফোনে ধারণ করেছিলেন। সেই ধারণ করা ভিডিও ক্লিপে দেখা যায় নেইমারের পরনে বার্সেলোনার জার্সি। বিশাল সেই ব্যানারের এক কোণে বাইবেলের কিছু লাইনের পর্তুগিজ অনুবাদ। সময় বিবেচনায় যে লাইনগুলো খুবই তাৎপর্যপূর্ণ।

বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ হওয়া নিয়ে প্যারিস সেন্ট জার্মেই ফুটবলার নেইমারকে নিয়ে তাই আবারো বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি ধর্ষণ কাণ্ড আর চোট তো আছেই। এ সবের মাঝেই ব্রাজিল তারকা স্বীকার করে নিলেন, আমি এখনও রোল মডেল বা সুপার হিরো হওয়ার যোগ্য হতে পারিনি।

প্রথম অনুশীলনে যোগ না দিলেও মঙ্গলবার ব্রাজিল তারকার যোগ দেওয়ার কথা পিএসজিতে। তার ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার নির্ধারিত সময়ে নেইমার প্যারিসের মাঠে নামবেন। কিন্তু তাতে কি বিতর্ক থামবে? এসময় নেইমারের বাবা জানালেন, ‘আমার ছেলে বার্সেলোনার প্রশংসা করে ভুল করেনি। ও কাউকে বা কোনও ক্লাবকে অশ্রদ্ধাও করেনি।

নেইমার অবশ্য এই বিতর্কে নতুন করে কিছু বলেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সেই সুপার হিরো এখনও হয়ে উঠতে পারিনি, যে সমস্ত চাপ সামলাতে পারবো। জীবনে প্রচুর খারাপ স্মৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছি। আমি চেষ্টা করছি পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে পরিস্থিতি বদলাতে। কারণ শুধু আমার পরিবার বা ছেলে নয়, অনেক ছোট ছেলেও আমাকে দেখে।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ