ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধোনিকে সাত নম্বরে নামালেন যিনি, ড্রেসিং রুমের তথ্য ফাঁস


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০৮:৪০ এএম আপডেট: জুলাই ১৩, ২০১৯, ০৮:৪২ এএম
ধোনিকে সাত নম্বরে নামালেন যিনি, ড্রেসিং রুমের তথ্য ফাঁস

সেমিফাইনাল থেকে বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। এর মধ্যে আবার অপেক্ষাকৃত দুর্বল দল নিউজিল্যান্ডের কাছে হার পোড়াচ্ছে ভারতীয় সমর্থকরা হতে শুরু করে সাবেক ক্রিকেটারদের। সবার মনে একটাই প্রশ্ন সেরা ফিনিশার খ্যাত মহেন্দ্র সিং ধোনিকে কেন সাত নম্বরে নামানো হল।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও প্রশ্ন ছুঁড়ে দেন, এমন ব্যাটিং বিপর্যয়ের পরও কেন মহেন্দ্র সিং ধোনির মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে ৭ নম্বরে নামানো হলো?

৫ রানে যখন তিন উইকেটে খুইয়ে রীতিমতো চাপে ভারত, তখন কেন সাত নম্বরে ব্যাট করতে পাঠানো হল ধোনিকে? কেন চার নম্বরে নামলেন ঋষভ পান্থ? কেন হার্দিক বা কার্তিকের আগেও ধোনিকে নিয়ে আসা হল না? অবশেষে এই প্রশ্নের উত্তর মিলল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেল, এই সিদ্ধান্তের নেপথ্যে আসলে কে ছিলেন।

পিটিআই জানিয়েছে, অধিনায়ক বিরাট কোহলি বা কোচ রবি শাস্ত্রী নয়, ভারতীয় দলের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার নাকি ধোনির ব্যাটিং স্লট ঠিক করেছিলেন। তিনিই ধোনিকে সাতে পাঠানোর প্রস্তাব দেন। যা পরে সমর্থন করেন অধিনায়ক ও কোচ। বিসিসিআইয়ের ক্রিকেট প্রশাসনিক কমিটির (সিওএ) সঙ্গে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করা হতে পারে।

শাস্ত্রীকে জিজ্ঞেস করা হতে পারে, কেন এমন সিদ্ধান্ত মেনে নিলেন তিনি। তবে সেই বৈঠকের জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বোর্ডকে। কারণ, ভারতীয় দলের কোনও সদস্যই ১৫ জুলাইয়ের আগে দেশে ফিরতে পারবেন না। তাদের ফেরার টিকিটের ব্যবস্থা করতে পারেনি বিসিসিআই। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ম্যানচেস্টারেই থাকতে হবে ক্রিকেটারদের।

ধোনিকে সাত নম্বরে পাঠানো বিষয়ে এর আগে শাস্ত্রী বলেছিলেন, ওকে আগে পাঠালে তো খেলা অনেক আগেই শেষ হয়ে যেত। বল তখন এতটা সুইং করছিল। সিম করছিল। ধোনি যদি প্রথম চার উইকেটের মধ্যে চলে যেত, তাহলে শেষ দিকে এই প্রায় জিতে যাওয়ার পরিস্থিতি তৈরি হত না।

সেমিফাইনালে হারের পর এ বিষয়ে কোহলি বলেছিলেন, আমরা জানতাম, পরিস্থিতি কঠিন হয়ে গেলে ধোনি সামলে নেবে। সেই ভূমিকাতেই রাখা হয়েছিল ওকে।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ