ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের মাটিতে জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ৫০০, ইনিংস ঘোষণা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ১২:৫১ পিএম
ভারতের মাটিতে জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ৫০০, ইনিংস ঘোষণা

বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচের টুর্নামেন্টে বিসিবি একাদশের শুরুটা হয়েছে দুর্দান্ত। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দেড়শ ছাড়ানো ইনিংস উপহার দেন মুমিনুল হক। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরে যান অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম।

প্রথম দিন অপরাজিত থেকে দ্বিতীয় দিন এসে ১২ রান যোগ করে ১৬৯ রানে আউট হন মুমিনুল হক। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের পর সেঞ্চুরি করেছেন নাজমুল হাসান শান্ত। তার ব্যাট থেকে আসে ১১৮ রান। মুমিনুল ও নাজমুলের পর লোয়ার অর্ডারে আরিফুল হকের ৭৭ রান বিসিবি একাদশকে ৫০০/৭ রান তুলে ইনিংস ঘোষণা করতে সাহায্য করে।

নাজমুল-মুমিনুলের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ১১৬ রান। নাজমুল আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েছে আরিফুল হকের সঙ্গে ষষ্ঠ উইকেটে জুটিতে। এ জুটিতে আসে ১২৬ রান। প্রথম দিনে মুমিনুল হকের ১৫৭ রানের ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলেছিল বিসিবি একাদশ।

দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনও। দুই ওপেনার আর. সঞ্জয় ও অক্ষয় কোলহার উদ্বোধনী জুটিতে ১১৪ রান করে। শেষ বেলায় তাইজুলের বোলিংয়ে ১ উইকেট হারায় দলটি। ৪৯ রান করে আউট হন সঞ্জয়। ৬২ রান নিয়ে অপরাজিত আছেন অক্ষয়। প্রথম ইনিংসে বিসিবি একাদশ থেকে ৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকারা উঠে আসে এই টুর্নামেন্ট থেকে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো থেকে সেরা খেলোয়াড়েরাই মূল রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পায় বলে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘মিনি রঞ্জি’। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার জন্য একমাত্র বিদেশি দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে বিসিবি একাদশ।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ