ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসির কাছ থেকে এটা আশা করিনি: রেফারি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৩:৪৮ পিএম আপডেট: জুলাই ১১, ২০১৯, ০৩:৫০ পিএম
মেসির কাছ থেকে এটা আশা করিনি: রেফারি

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে হেরে আর্জেন্টিনার জার্সি গায়ে শিরোপা স্বপ্ন আরেকবার বিসর্জন দিয়েছেন। ম্যাচ হেরে রেগেমেগে ব্রাজিলের বিরুদ্ধে দুর্নীতি করে কোপা জেতার অভিযোগ তুলেছেন। ব্যাপারটা যেন তার চরিত্র-বিরুদ্ধই। কিন্তু মেসির কথাগুলো কনমেবল ভালোভাবে নেয়নি। কোপা আমেরিকার রেফারিদের সমালোচনা করতেও ছাড়েননি মেসি। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি রডি জামব্রানোকে ধুয়ে দেন মেসি।

সমালোচনার জবাব দিয়েছেন সেই রেফারিও। ইকুয়েডরের এক রেডিওতে সাক্ষাৎকারে মেসির সমালোচনার জবাবে জামব্রানো বলেন, ‘ওটামেন্ডির পেনাল্টির ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে সে নিজেই ফাউলের শিকার হওয়ার জন্য অপেক্ষা করছিল। আর্থার মেলো ওকে কনুই মারেনি।

বিষয়টা ভিএআর রেফারি দেখে আমাকে জানিয়েছিল, ৫০-৫০ সম্ভাবনা আছে পেনাল্টি দেয়ার। তাদের কাছে মনে হয়নি এটার জন্য পেনাল্টি হতে পারে। কিন্তু পরদিন আমি যখন ফাউলটা ভালোভাবে দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে ভিএআরের সহায়তা নেয়া আসলেই উচিত ছিল। আমি যেন ভিএআরের সাহায্য নিই, সে ব্যাপারে আমাকে বলা উচিত ছিল ভিএআর সহযোগীদের।’

কিন্তু ম্যাচের পর ভিএআর রেফারি লিওনিদ গঞ্জালেস এর দায় চাপিয়েছিলেন ম্যাচ রেফারি জামব্রানোর ওপর। লিওনিদ বলেছিলেন, ‘জামব্রানোকে বলা হয়েছিল ভিএআরের সাহায্য নেয়ার জন্য, কিন্তু তিনি সাহায্য নেননি!’

ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি যেভাবে অভিযোগ করেছেন তাতে বেশ কষ্ট পেয়েছেন জামব্রানো। মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মেসি এই খেলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। মেসির সঙ্গে আমার কোনো সমস্যা নেই। তার কাছ থেকে এ ধরনের অভিযোগ প্রত্যাশা করিনি। তবে, দিন শেষে সবারই নিজস্ব মতামত থাকে।’

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ