ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাঙ্গুলীর প্রশ্ন, বাংলাদেশের কোচ কেন বরখাস্ত


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০২:৫১ পিএম আপডেট: জুলাই ১১, ২০১৯, ০৩:২৯ পিএম
গাঙ্গুলীর প্রশ্ন, বাংলাদেশের কোচ কেন বরখাস্ত

বরাবরই বাংলাদেশের বড় শুভাকাঙ্ক্ষীদের একজন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সব সময়ই বাংলাদেশের ক্রিকেটের উপর তীক্ষ্ম নজর রাখেন। সময়ে-অসময়ে বাংলাদেশকে মূল্যবান পরামর্শ দেন। এমনকি জয়-কিংবা পরাজয় হোক সব সময়ই নিজের প্রতিক্রিয়া জানাতে দেরি করেন না ভারতের সাবেক এই কিংবদন্তীতুল্য ক্রিকেটার।

চলতি বিশ্বকাপেও প্রতিটি ম্যাচ শেষেই বাংলাদেশকে নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জয়ের জন্য প্রশংসা করেছেন। হারা ম্যাচগুলোর জন্য সান্ত্বনা দিয়েছেন। বিশ্বকাপ শেষে বাংলাদেশের কোচ বরখাস্তের বিষয়টিও নজর এড়ায়নি গাঙ্গুলির।

তাই তো বাংলাদেশের এক সাংবাদিককে বলেই দিলেন তোমাদের কি হলো বলো তো, কোচকে বরখাস্ত করে দিলে! বাংলাদেশ ভালো খেলেছে তো, কোচ কেন বরখাস্ত!

উত্তরে ওই সাংবাদিক বলতে শুরু করেন, ‘ব্যর্থ বিশ্বকাপ অভিযানের বলি...’, উত্তরটা দিতে না দিতেই সৌরভ বলে উঠেন, ব্যর্থ বলছো কী! তোমরা ভালো করেছো তো। আমি কেন, এখানে সবাই প্রশংসা করছে। এভাবে কোচ বাদ দেওয়া মোটেও ভালো সংস্কৃতি নয়।

সৌরভের এই কথা অবশ্য সত্যি, প্রশংসা এবার বিশ্বকাপে বাংলাদেশ যথেষ্টই পেয়েছে। কিন্তু শুকনো প্রশংসায় তৃপ্ত হওয়ার দিন তো বাংলাদেশের ক্রিকেট বেশ আগেই পেরিয়ে এসেছে! দিনশেষে ফলাফলটা বড় ব্যাপার, বাংলাদেশ পয়েন্ট টেবিলে অষ্টম, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি, এসব বিস্তারিত বলার পর একটু গম্ভীর হয়ে কিছু ভাবলেন। খানিক পর জানালেন, কোন জায়গাটায় বাংলাদেশের উন্নতি সবচেয়ে জরুরি।

বড় টুর্নামেন্টে চাপের মুহূর্তগুলো জিততে শিখতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ মোড়গুলোয় নার্ভ ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি যারা জিততে পারে, ম্যাচও তারা জেতে। বাংলাদেশ এবার বেশ কয়েকটি ম্যাচে ওই সময়গুলো নিজেদের পক্ষে আনতে পারেনি। মানসিকভাবে শক্ত হতে হবে। আজকে দেখেছো, জাদেজা ও ধোনির জুটির সময়ও নিউ জিল্যান্ড একটুও হাল ছাড়েনি। সবসময় বিশ্বাস করেছে তারা জিতবে। চেষ্টা করে গেছে এবং ফল পেয়েছে। এই মানসিকতা না থাকলে নিয়মিত জেতা সম্ভব নয়।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ